গেইল যদি বিখ্যাত হতেন...

ফেসবুকে ‘অখ্যাত’ গেইলের পোস্টছবি: ফেসবুক

কেউ বিখ্যাত হলে কী হয়?

দুটো মানুষ চেনে আলাদা করে, রাস্তায় বের হলে আট–দশজন লোক ঘিরে দাঁড়ায়। কাজে হোক, অকাজে হোক দেখা হলে অটোগ্রাফ নেয় মানুষ। স্মার্টফোনের যুগে ইদানীং অবশ্য সেলফিটাই বেশি তোলা হয়।

হ্যাঁ, বিখ্যাত হলে এসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। ক্রিস্টোফার হেনরি গেইলের হঠাৎ সে স্বাদ নেওয়ার শখ জেগেছে।

গেইলের ফাইনালের প্রস্তুতি
ছবি: ফেসবুক

বিপিএল খেলতে গেইল বাংলাদেশে এসেছেন বেশ কিছুদিন হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচ খেলে দুই শর বেশি রানও করে ফেলেছেন। যদিও সেটা কেউ টের পেয়েছেন বলে মনে হয় না। ব্যাটিংয়ে ঠিক আগের সেই ধার দেখা যায়নি। অনুশীলনেও তাঁকে ওভাবে পাওয়া যায়নি। বরং বিপিএলের মাঝেই নিজের গায়কি সত্তার খোঁজ দিয়েছেন, এক শিল্পীর সঙ্গে দ্বৈত গান ছেড়েছেন ইউটিউবে। এ গানের প্রচারণায় বেশি মনোযোগ দেখা গেছে তাঁর, মাঠে অতটা নয়।

মাঠে খুব একটা আলোচনায় না থাকতে পারেন, কিন্তু বিপিএলের সবচেয়ে বড় তারকা তো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানই। আগামীকাল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফরচুন বরিশালের ইনিংস উদ্বোধন করতে নামার কথাও টি-টোয়েন্টির সবচেয়ে বেশি রান সংগ্রাহকের।

আগামীকালের ফাইনালের জন্য প্রস্তুত দুই দল। কেউ নেটে অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিতে বিশ্বাসী, আর কেউ ম্যাচের আগে নিজেকে নির্ভার রাখার। নিজেকে ‘ইউনিভার্স বস’ বলে ডাকা গেইল কোন মতে বিশ্বাসী, সেটা বলার অপেক্ষা রাখে না।
তবু ফাইনালের প্রস্তুতি বলে কথা। ফাইনালের জন্য প্রস্তুত গেইলও হয়েছেন।

বিপিএলে গেইল
ফাইল ছবি: প্রথম আলো

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও দিয়েছেন গেইল। সেখানে দেখা যাচ্ছে, ‘ম্যানিকিউর’ ও ‘পেডিকিউর’ করাচ্ছেন গেইল। হাত ও পায়ের আঙুলের যত্ন নেওয়ার পাশাপাশি ফুট ম্যাসাজও নিয়েছেন গেইল। সে ভিডিও দিয়ে লিখে দিয়েছেন, ‘ইউনিভার্স বস ইউনিভার্স বসের মতোই সময় কাটাচ্ছেন।’

এ পোস্টের আগে অবশ্য নিজের যত্নআত্তির খবরটা দিয়েছেন অন্যভাবে। যে দুজন তাঁকে ফাইনালের জন্য প্রস্তুত করেছে, সে দুজনের সঙ্গে গেইল ছবি তুলে পোস্ট করেছেন, ‘আমি যদি বিখ্যাত হতাম...’

বিখ্যাত না হওয়ার পরও যদি পোস্ট ১১ হাজার প্রতিক্রিয়া পায়, এক শর বেশিবার শেয়ার হয়; বিখ্যাত হলে না জানি কী হতো!