গেইল–পোলার্ডদের অন্য রকম রেকর্ড

৩২ বছর ১ মাস ছিল ওয়েস্ট ইন্ডিজ একাদশের গড় বয়স।ছবি: এএফপি

৪১ বছর বয়সী ক্রিস গেইল আগে থেকেই দলে ছিলেন। কলপাক চুক্তি শেষে ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরা ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডের বয়স ৩৯। ডোয়াইন ব্রাভো (৩৭), লেন্ডন সিমন্সের (৩৬) বয়সও কম না। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক কাইরন পোলার্ড (৩৪), অলরাউন্ডার আন্দ্রে রাসেলও (৩৩) ত্রিশের ওপরে।

তাঁদের নিয়েই কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে গড় বয়সের দিক থেকে সবচেয়ে বুড়ো দল ছিল গতকালের ওয়েস্ট ইন্ডিজ দল। ৩২ বছর ১ মাস ছিল পোলার্ডের দলের গড় বয়স।

বুড়োদের দলটাই কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে হারের পর টানা দুই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কাল ২১ রানে জিতে সিরিজে সমতা এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে নায়ক ছিলেন সেই অভিজ্ঞরা।

গেইল–পোলার্ড–ব্রাভো–এডওয়ার্ডসরা বাড়িয়েছেন বয়সের গড়।
ছবি: এএফপি

আগে ব্যাট করে ওপেনার লেন্ডল সিমন্সের ৪৭ রানের পর বাকি ব্যাটসম্যানরা হিমশিম খাচ্ছিলেন প্রোটিয়া স্পিনে। সিরিজজুড়েই ক্যারিবীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা তাব্রেইজ শামসি ও জর্জ লিন্ডার স্পিন খেলতেই পারছিল না। কালও তাই হয়েছে। দুই স্পিনারের ৮ ওভারে মাত্র ২৯ রান তুলেছে ক্যারিবীয়রা, উইকেট হারিয়েছে ৪টি।

স্পিনারদের কোটা শেষ হতে না হতেই শুরু হয় আরেক পোলার্ড-ঝড়। শুরুতে রয়েসয়ে খেলে শেষের ঝড়ে ২৫ বলে ৫ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ২০ ওভারে ক্যারিবীয়রা তোলে ৬ উইকেটে ১৬৭ রান।

২৫ বলে ৫১ রান করেছেন কাইরন পোলার্ড।
ছবি: এএফপি

রান তাড়ায় এক কুইন্টন ডি কক ছাড়া প্রোটিয়াদের কেউ জবাব দিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের। নিয়মিত উইকেট পড়তে থাকলেও ডি কক ধরে রেখেছিলেন এক প্রান্ত। ৪৩ বলে ৬০ রান করে এই উইকেটকিপার ব্যাটসম্যান যখন আউট হলেন, দক্ষিণ আফ্রিকার রান ৭ উইকেটে ১২৬। ডোয়াইন ব্রাভোর বোলিংয়ে পয়েন্টে সিমন্সের হাতে ক্যাচ হয়েছেন ডি কক।

ডি কক যখন ফিরলেন, ১৭ বলে ৪২ রান দরকার ছিল প্রোটিয়াদের। কিন্তু দলটি আরও ২ উইকেট হারিয়ে ২০ রান তুলে থামে ১৪৬ রানে। দক্ষিণ আফ্রিকার শেষ দুটি উইকেটও তুলে নেওয়া ব্রাভো ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্রাভোর এটাই সেরা বোলিং। আগের সেরা ২৮ রানে ৪ উইকেট, ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ডোয়াইন ব্রাভো।
ছবি: এএফপি

তবে ব্রাভো নন, ম্যাচসেরা হয়েছেন পোলার্ড। ব্যাটিংয়ে ঝোড়ো ফিফটির পর যে বোলিংয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন পোলার্ড। ক্যারিবীয় অধিনায়ক তাতে রেকর্ড বইয়ের পাতায়ও জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো অধিনায়কই এর আগে এক ম্যাচে ব্যাটিংয়ে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ফিফটি করার পর ৬ বা এর কম ইকোনমি রেটে বোলিং করতে পারেননি।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচ।