গ্রুপে দ্বিতীয় হওয়ায় বাংলাদেশ কি লাভবান হলো?

বাংলাদেশ ক্রিকেট দলছবি: বিসিবি

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে গিয়েছে বাংলাদেশ। সে হার বাংলাদেশ দলের সম্ভাব্য পরিকল্পনায় একটু ঝামেলা পাকিয়ে দিয়েছে। এতে অবশ্য আইসিসিরও ভূমিকা আছে। আগে বলা হয়েছিল, গ্রুপ ‘বি’ থেকে যেই চ্যাম্পিয়ন হোক, বি১ হিসেবে বাংলাদেশ সুপার টুয়েলভের গ্রুপ-২–এ যাবে।

কিন্তু বিশ্বকাপের মাঝপথে নিয়ম বদলে দেয় আইসিসি। আর তাতে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া বাংলাদেশ এখন নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে স্থান পেয়েছে সুপার টুয়েলভের গ্রুপ ১-এ।

মূল পর্বে বাংলাদশ খেলছে গ্রুপ ১ এ
ছবি : এএফপি

প্রাথমিক ধারণায় যে দলের শীর্ষে থাকার কথা, সে দলের দ্বিতীয় হওয়াটা মেনে নেওয়া কঠিন। তবে এই ফল বাংলাদেশের জন্য শাপেবর হতে পারে। এবারের বিশ্বকাপে স্পিনাররাই মূল ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। মুত্তিয়া মুরালিধরন থেকে রশিদ খান—সবাই এমনটাই ভাবছেন। এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলোতে সাকিব আল হাসান, শ্রীলঙ্কার বানিন্দু হাসারাঙ্গা ও মহীশ তিকশানাও দেখাচ্ছেন বিশ্বকাপে স্পিনাররাই ছড়ি ঘোরাবেন।


গ্রুপ-২ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান আছে। এই গ্রুপে বাংলাদেশের জায়গা হলে স্পিন আক্রমণ দিয়ে বাংলাদেশ অন্তত অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারত না।

কিন্তু গ্রুপ-১–এর চিত্রটা ভিন্ন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা (এখন পর্যন্ত গ্রুপ ‘এ’তে শীর্ষে আছে তারাই)—সবাই শক্তিশালী। কিন্তু অন্তত সংযুক্ত আরব আমিরাতের উইকেটে স্পিনকে পুঁজি বানিয়ে লড়াই করতে চাইলে এই প্রতিপক্ষ ভারত, পাকিস্তানের তুলনায় যেকোনো বিচারে কাঙ্ক্ষিত। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারা দলের মতো না হলেও প্রস্তুতি ম্যাচগুলো দেখিয়েছে অস্ট্রেলিয়ার মূল দলও স্পিনে অতটা স্বচ্ছন্দ নয়। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপও ফাফ ডু প্লেসির মতো একজনের অভাব অনুভব করবে।


ইংল্যান্ড দলে বেন স্টোকস নেই। মিডল অর্ডারে এউইন মরগানের ফর্ম হারিয়ে খোঁজা দলকে বেকায়দায় ফেলে দিয়েছে। শ্রীলঙ্কান বোলাররা প্রথম পর্বে ভালো করলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়েই গেছে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এদিক থেকে বাংলাদেশের জন্য বড় হুমকি। অনুনেময় এই দলে নয়ে নামা ব্যাটসম্যানও ছক্কা হাঁকাতে জানেন।

পাঠক, আপনার কী ধারণা, গ্রুপে দ্বিতীয় হওয়ায় বাংলাদেশ কি লাভবান হলো?