ঘরের ‘রাজা’ রোহিত-মুমিনুলরা বাইরে পান ‘সাজা’

দেশের বাইরে গেলেই টেস্টে পারছেন না রোহিত।ছবি: এএফপি

টেস্ট ওপেনার রোহিত শর্মা কেমন? সিডনি টেস্টে ব্যাটিংয়ে নামার আগের পরিসংখ্যান—৫ ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান, ৩ সেঞ্চুরি। দ্বিমতের সুযোগ আছে? একমতের পাল্লাই বেশি ভারী হবে। সংস্করণ যা–ই হোক, রোহিতের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন চলে না। প্রশ্ন তাই অন্যখানে এবং তা বহুলচর্চিত, ঘরে বাঘ, বাইরে কী?

অনেকে বলেন বিড়াল। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে এমন উদাহরণ ঠিক মানানসই নয়। আর রোহিতের মানের ওপেনারের সঙ্গে তো নয়-ই। তাই ওই প্রশ্নবোধক চিহ্ন, জবাবও নিজ দায়িত্বে। কিন্তু পরিসংখ্যান মিথ্যে বলে না। সংখ্যাগুলো চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, ঘরের মাঠে টেস্ট সংস্করণেও যে রোহিত বাঘ, প্রতিপক্ষের মাঠে আর যা–ই হোক, তেমন গোত্রভুক্ত কেউ নন। মজার বিষয়, রোহিত একাই এ কুহেলিকায় ঘুরপাক খাচ্ছেন না, আছেন ডেভিড ওয়ার্নার, কামরান আকমল ও মুমিনুল হক। আর বিজয় হাজারে একসময় ছিলেন।

ঘরের মাঠে এক সময় প্রায় অবিশ্বাস্য গড় ছিল মুমিনুলের।
ফাইল ছবি: প্রথম আলো

১৯৪৮ সালে প্রথম ভারতীয় হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পান হাজারে। সেটিও প্রতিপক্ষের মাঠ অ্যাডিলেডে, ডন ব্র্যাডম্যানের ইনভিন্সিবলসের বিপক্ষে। কিন্তু এই হাজারেই আবার তাঁর ৩০ টেস্টের ক্যারিয়ারে প্রতিপক্ষের মাঠে সেভাবে সাফল্য পাননি ঘরের মাঠ তুলনায়। ঘরে ব্যাটিং গড় যেখানে ৬৯.৫৬, সেখানে প্রতিপক্ষের মাঠে ৩৫.৯৭। গড় পার্থক্য ৩৩.৫৯, যা তৃতীয় সর্বোচ্চ। শীর্ষ দুইয়েও দূরের কেউ নেই, আগে প্রতিবেশী দেশ, তারপর বাংলাদেশ। রোহিত ও মুমিনুল।

টেস্টে ন্যূনতম ২০ ইনিংস ব্যাটিংয়ের শর্ত মেনে করা এ হিসেবে ঘর ও প্রতিপক্ষের মাঠে পারফরম্যান্সে আকাশ-পাতাল ফারাক রেখে চলছেন রোহিত (৩২ টেস্ট)। ঘরের মাঠে তাঁর ব্যাটিং গড় এ তালিকায় শীর্ষে ৮৮.৩৩। আজ ২৬ রানে আউট হওয়ার পর প্রতিপক্ষের মাঠে ব্যাটিং গড় ২৬.৩১। ঘরে-বাইরের গড় পার্থক্যেও রোহিত শীর্ষে (৬২.০২)।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ৪০ টেস্টের ক্যারিয়ার। ঘরের মাঠে তাঁর ব্যাট বরাবরই চওড়া। গড় ৫৭.৪১। কিন্তু ঘর থেকে বাইরের মাঠে দুই পা ফেললেই ঘটছে বিপত্তি। তখন গড় পার্থক্যে শীর্ষ পাঁচে থাকাদের মধ্যে প্রতিপক্ষের মাঠে মুমিনুলের গড় ঠেকছে তলানিতে, ২২.৩০। ঘরে-বাইরে পারফরম্যান্সের আকাশ-পাতাল ব্যবধান ধরে রাখাদের মধ্যেও মুমিনুল শীর্ষ দুইয়ে; মানে রোহিতের পেছনে ৩৫.১১ গড় পার্থক্য নিয়ে দ্বিতীয়।

আজও ব্যর্থ ড়োহিত।
ছবি: এএফপি

প্রতিপক্ষের মাঠে ব্যাটিং গড়ে মুমিনুলের চেয়ে এগিয়ে কামরান আকমল। ঘরের বাইরে পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের গড় ২৩.৪৩। অথচ ঘরে ৫৬.৭৪। গড় পার্থক্যে চতুর্থ কামরানের (৩৩.৩১) চেয়ে অন্তত কিছুটা ভারসাম্য ধরে রেখেছেন ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভালো করতে পারেননি এ ওপেনার। ৫ রান করে আউট হন। যদিও ঘরের মাঠে ওয়ার্নারের ব্যাটিং গড় ৬৫.০৬। প্রতিপক্ষের মাঠে তাঁর ওপরের চারজনের চেয়ে ভালো, ৩৪.৫০। এতে গড় পার্থক্যও বাকিদের চেয়ে কিছুটা শোভনীয় ৩০.৫৬।

রোহিতের নিশ্চয়ই মন খারাপ হবে। ঘরে-বাইরে পারফরম্যান্সের এই আকাশ-পাতাল ফারাকে রোহিতের সঙ্গে তাঁর নিকটতম সতীর্থের (মুমিনুল) ফারাকও যে চোখে বিঁধবে! রোহিতের যেখানে ৬২.০২, মুমিনুলের সেখানে ৩৫.১১। অর্থাৎ ব্যবধানটা ২৬.৯১, যা সাদামাটা কোনো ব্যাটসম্যানেরও ক্যারিয়ারের গড়ের সমান!