চট্টগ্রামে শতক তামিমের

টেস্টে নিজের দশম শতরান পেলেন তামিম ইকবালছবি:শামসুল হক

টেস্ট ক্রিকেটে নিজের দশম শতরানটি পেলেন তামিম ইকবাল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন তামিমের ব্যাট থেকে এসেছে দারুণ এক শতরান। মধ্যাহ্ন বিরতির আগে তামিম ৮৯ রানে অপরাজিত ছিলেন। বিরতি থেকে ফিরে তাঁর তিন অঙ্কের ঘরে পৌঁছতে বেশি সময় লাগেনি।

এর মধ্যে অবশ্য প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। বিরতির পর ফিরেছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আসিতা ফার্নান্দোর বলে তিনি উইকেটকিপার নিরোশান ডিকভেলার ক্যাচ হন। আউট হওয়ার আগে ১৪২ বলে ৫৮ রান করেছেন মাহমুদুল। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।

তামিম নিজের শতক পূর্ণ করেছেন ১৬২ বলে। বাংলাদেশের ইনিংসের ৫২তম ওভারে আসিতার ফার্নান্দোর বলেই স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়েই মাইল ফলকে পৌঁছে যান তামিম। এর আগে আহ প্রথম সেশনেই মুশফিকুর রহিমকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্টে শতক পেয়েছিলেন তামিম ইকবাল।

তিন বছর আগে সবশেষ শতক পেয়েছিলেন তামিম
ছবি: শামসুল হক

রমেশ মেন্ডিসের বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাচ্ছিল। তামিম ইকবালের কাট শটে বলটি পাঠিয়ে দেন পয়েন্ট বাউন্ডারিতে। তামিমের নামের পাশে ৪৮ সংখ্যাটা ৫২তে পরিণত হয় সেই চারে। তখনই প্রেস বক্সে একজন বলে বসলেন, ‘এটাই তামিমের ডেঞ্জার জোন। ফিফটি করে কতবার যে আউট হলো!’

পরিসংখ্যানও তাই বলে। টেস্ট ক্যারিয়ারে ৩২টি ফিফটির বিপরীতে তামিমের সেঞ্চুরি ছিল ৯টি। ৫০ থেকে ৭৫ এর মধ্যেই আউট হয়েছেন মোট ২১ বার। অর্ধশতককে শতকে রূপ দেওয়াই যে তামিমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে তামিমের নিজেরও আক্ষেপের শেষ নেই।

প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, তখন আক্ষেপটা একটু বেশি হওয়ারই কথা। চট্টগ্রাম টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ টেস্টের ২৩ ইনিংসে তামিমের অর্ধশতক ৮টি, যার ৪টিই এসেছে সর্বশেষ পাঁচ ইনিংসে। এত ফিফটির ছড়াছড়ির মাঝে শুধু শতকই ছিল না। আজ নিজের ঘরের মাঠে সেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা পেয়েছেন তামিম।

পাঁচ হাজার রানের মাইল ফলক ছোঁয়ার পথে তামিম
ছবি: শামসুল হক

টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর দশম শতক, বাংলাদেশের হয়ে তামিমের চেয়ে বেশি শতক আছে শুধু টেস্ট অধিনায়ক মুমিনুল হকের (১১)। নিজের ঘরের মাঠ চট্টগ্রামে এটি তামিমের দ্বিতীয় শতক। সর্বশেষটি এসেছিল ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে। এই মাঠে তামিম আজ এক হাজারের রানের মাইলফলকও স্পর্শ করেছেন।

নিজের ইনিংসের ৮৫ রানের সময় তামিম আজ মুশফিকুর রহিমকে ছাড়িয়ে হয়ে গেছেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক। তামিমের সামনে আছে আরও একটি মাইলফলকের হাতছানি। সেঞ্চুরিটি ১৫২ রানে নিয়ে গেলে তামিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মালিক হবেন।