সম্প্রচার শেষ ০৭ ডিসেম্বর ২০২১

৭ উইকেটে ৭৬ রানে দিন শেষ করল বাংলাদেশ

০৩: ৩৬ , ডিসেম্বর ০৭

চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা

চতুর্থ দিনের খেলার লাইভ আপডেটে স্বাগতম।

ঢাকা টেস্ট বৃষ্টির কবলে ছিল প্রথম তিন দিন। প্রথম দিনে তবু ৫৭ ওভার খেলা হয়েছিল। গত দুইদিনে মাত্র ৬.২ ওভার খেলা হয়েছে। কাল তো টিম হোটেল ছেড়ে মাঠেই যাননি খেলোয়াড়রা।

তবে আজ সূর্যের দেখা মিলেছে। বৃষ্টিও থেমে গেছে। মাঠের ও উইকেটের কাভার সরিয়ে নেওয়া জয়েছে এরই মাঝে। আশা করা হচ্ছে সকাল সাড়ে ১০টার মধ্যেই খেলা শুরু হবে।

০৪: ১২ , ডিসেম্বর ০৭

আম্পায়াররা এখন মাঠে 

মাঠের অবস্থা পরীক্ষা করতে গেছেন আম্পায়াররা। আবহাওওয়ার যে অবস্থা, তাতে খেলা দ্রুত শুরু হওয়ার আশা করছেন সবাই।

০৪: ৫০ , ডিসেম্বর ০৭

ঢাকা টেস্টে কি কারও পক্ষে জয় পাওয়া সম্ভব?

প্রথম তিন দিনে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। ফলে ঢাকা টেস্টে ড্র ছাড়া অন্য কোনো ফলের কথা কল্পনা করা কঠিন।

তবে আজ বৃষ্টি আর বাধা না দিলে প্রথম সেশনে ১ ঘন্টা ৪০ মিনিট খেলা হবে। পরের দুই সেশনেও পূর্ণ ২ ঘন্টার খেলা হওয়ার কথা। আগামীকাল আধ ঘন্টা আগে খেলা শুরু করলেও ৯৮ ওভার যোগ করা সম্ভব। সেক্ষেত্রে ঢাকা টেস্টে ২৩০ ওভারের মতো খেলা সম্ভব।

মিরপুরের উইকেটে এর চেয়ে কমে টেস্ট ম্যাচের মীমাংসা হতে দেখা গেছে।

২০১৮ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের ব্যাপ্তি ছিল ২১৪.৩ ওভার। আড়াই দিনের মধ্যেই দুই দল দুইবার অলআউট হয়েছিল।

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্টটিও তিন দিনে শেষ হয়েছিল। অক্টোবরের সে ম্যাচে সব মিলিয়ে ২৪৩.১ ওভার হয়েছিল।

০৪: ৫১ , ডিসেম্বর ০৭

দিনের প্রথম বল হয়ে গেল

০৪: ৫৭ , ডিসেম্বর ০৭

চার!

দিনের প্রথম রানের পর এল প্রথম চার। ইবাদতকে অফসাইডে ঠেলে দিয়ে বাবর এক রান নিয়েছেন। পরের বলেই বাউন্সার দেওয়ার চেষ্টা করে চার খেয়েছেন ইবাদত।

০৪: ৫৮ , ডিসেম্বর ০৭

শর্ট বলেই এল উইকেট

দিনের প্রথম সাফল্য এনে দিয়েছেন ইবাদত
ছবি: প্রথম আলো

শর্ট বল প্রত্যাশামতো উচ্চতায় না ওঠায় স্কয়ার দিয়ে চার খেয়েছিলেন ইবাদত। একটু পরই সেটা কাজে লাগল এই পেসারের। ওভারের শেষ বলে আবার শর্ট বল করার চেষ্টা করেছিলেন। কিন্তু নিচু হয়ে যাওয়ায় ব্যাটে ঠিকভাবে লাগেনি। বল আকাশে উঠে যাওয়ায় সহজ ক্যাচ নিয়েছেন লিটন দাস।

০৫: ০৮ , ডিসেম্বর ০৭

বৃষ্টির পর উইকেট বৃষ্টি?

মাত্র দুই উপায়ে ঢাকা টেস্টে ইতিবাচক ফল আনা সম্ভব।

২০০০ সালে বৃষ্টির কারণে প্রথম দিনের পর আর খেলাই হয়নি। পঞ্চম দিনে তাই একটি প্রস্তাব দেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে। নিজেরা প্রথম ইনিংসে সন্তোষজনক রান করে ইনিংস ঘোষণা করবেন। ইংল্যান্ড প্রথম ইনিংসে কোনো রান না করেই ইনিংস ঘোষণা করবে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেও সে কাজ করবে। ইংল্যান্ড তখন চতুর্থ ইনিংসে সে রান তাড়া করবে। সে ম্যাচে ফল আনার জন্য এতে রাজি হয়েছিলেন নাসের হুসেইন। তাঁর দল জয়ও পেয়েছিল। কিন্তু পরে জানা যায়, এই প্রস্তাবের পেছনে ক্রনিয়ের বাজিকরদের সঙ্গে যোগসাজশই ভূমিকা রেখেছিল। তাই এখন আর এমন ঝুঁকিতে যাবেন না কেউ।

অন্য উপায়টি হলো, টানা দুইদিনের বৃষ্টিতে ভেজা পিচে উইকেট বৃষতি। তাহলেই দুই দিনে ম্যাচের ফল পাওয়া সম্ভব।

টেস্টে এক দিনে সর্বোচ্চ ২৭ উইকেট পড়ার রেকর্ডও আছে। সেটা অবশ্য ১৩৯ বছর আগের খবর।

নিকট অতীতে ২০১৮ সালে বেঙ্গালুরু টেস্টে ভারত-আফগানিস্তান ম্যাচের দ্বিতীয় দিনে ২৪ উইকেট পড়েছিল। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সে বিখ্যাত ম্যাচের দ্বিতীয় দিনেও পড়েছিল ২৩ উইকেট। ২০০৩ সালে ঢাকা টেস্টের তৃতীয় দিনেও ১৮ উইকেট পড়ার রেকর্ড আছে।

০৫: ১৩ , ডিসেম্বর ০৭

বাবর আউট 

খালেদের প্রথম উইকেটের আনন্দ
ছবি: প্রথম আলো

খালেদের বল নিচু হয়ে যাওয়ায় বল মিস করেছেন বাবর। এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করে বদলাতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু লাভ হয়নি। তৃতীয় টেস্ট খেলতে নামা খালেদের এটি প্রথম টেস্ট উইকেট।

০৫: ১৭ , ডিসেম্বর ০৭

৪ উইকেটে ১৯৭ রান পাকিস্তানের

০৫: ২৯ , ডিসেম্বর ০৭

বেঁচে গেলেন রিজওয়ান

ইবাদতের বলে রিজওয়ানকে আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান। রিপ্লেতে দেখা গেছে বল আউট সুইং করে বেড়িয়ে যাওয়ার সময় প্যাডে নয়, রিজওয়ানের ব্যাটে কেগেছিল। আর বল সরাসরি লিটনের গ্লাভসেও যায়নি। ফলে ক্যাচ আউটও হননি।

০৫: ৩৩ , ডিসেম্বর ০৭

চার

পাকিস্তানের ওপর চাপ একোটু সরিয়ে দিলেন খালেদ। ফাওয়াদের প্যাডে বল করেছিলেন। উপহার পেয়ে সেটা বুঝে জিতে ভুল করেননি ফাওয়াদ।

০৫: ৩৬ , ডিসেম্বর ০৭

আবারও চার

এবার ইবাদত ভুল করলেন। অফ স্টাম্পের অনেক বাইরে বল পেয়ে কাট করলেন ফাওয়াদ। ফিল্ডাররা সেটা আটকানোর কোনো সুযোগ পাননি।

০৫: ৫৫ , ডিসেম্বর ০৭

বোলিংয়ে তাইজুল

০৫: ৫৭ , ডিসেম্বর ০৭

ম্যাচ জমাতে পাকিস্তান কি ইনিংস ঘোষণা করবে?

২০০ পেরিয়ে গেছে পাকিস্তান। এই ম্যাচ থেকে ফল পেতে চাইলে পাকিস্তানকে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করতে হবে। পাকিস্তান কি সেই ঝুঁকি নেবে?

০৬: ১৩ , ডিসেম্বর ০৭

রিজওয়ানকে আউট দিয়েছেন আম্পায়ার

দুইবার রিভিউ নিয়ে বেঁচে গেলেন রিজওয়ান
ছবি: এএফপি

এলবিডব্লুর সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার। রিভিউ নিয়েছেন রিজওয়ান। দ্বিতীয়বার বেঁচে গেছেন তিনি।

সুইপ করতে গিয়ে বল মিস করেছিলেন। বল হাতের ওপরের দিকেও লেগেছিল। কিন্তু বল অতিরিক্ত বাঁক খাওয়ায় সেটা অফ স্টাম্পের বাইরে দিয়ে যেত বলে জানিয়েছে বল ট্র্যাকিং।

০৬: ৩১ , ডিসেম্বর ০৭

নতুন বল নিয়ে সাফল্যের আশা করছে বাংলদেশ

০৬: ৩৫ , ডিসেম্বর ০৭

প্রথম সেশনের খেলা শেষ 

রিজওয়ানকে আউট করতেই পারছে না বাংলাদেশ
ছবি: প্রথম আলো

৪ উইকেটে ২৪২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল পাকিস্তান।

প্রথম সেশনে ১৯.৪ ওভার খেলা হয়েছে। ২ উইকেটে ৫৪ রান তুলেছে পাকিস্তান।

০৭: ৩৮ , ডিসেম্বর ০৭

দ্বিতীয় সেশনে দ্রুত রান তোলার চেষ্টা করছে পাকিস্তান

০৭: ৫৫ , ডিসেম্বর ০৭

রিজওয়ানের ফিফটি

০৮: ১১ , ডিসেম্বর ০৭

পানি পানের বিরতি

জুটিতে পঞ্চাশ রান তুলে ফেলেছেন ফাওয়াদ ও রিজওয়ান
ছবি: প্রথম আলো

৪ উইকেটে ২৯৮ রান নিয়ে বিরতিতে গেল পাকিস্তান।

০৮: ২২ , ডিসেম্বর ০৭

দুটি লক্ষ্য একবারেই পূরণ পাকিস্তানের

মোহাম্মদ রিজওয়ান আগেই পঞ্চাশ পেরিয়েছেন। ফাওয়াদ আলম সে অপেক্ষায় ছিলেন। ওদিকে পাকিস্তানও কমপক্ষে ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করতে চাইছিল। খালেদ আহমেদের বল পয়েন্টে পাঠিয়ে নিজের পঞ্চাশ পূর্ণ করলেন ফাওয়াদ। পাকিস্তানের রানও তিন শ হলো এই শটে।

সঙ্গে সঙ্গে সতীর্থদের ডেকে পাঠিয়েছেন বাবর। ৯৮.৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করল পাকিস্তান।

০৮: ৩৪ , ডিসেম্বর ০৭

শাহিন আফ্রিদির প্রথম ওভার মেডেন

০৮: ৩৬ , ডিসেম্বর ০৭

মাহমুদুলকে বল করছেন নোমান

০৮: ৩৮ , ডিসেম্বর ০৭

টানা দুই ওভার মেডেন

০৮: ৪৪ , ডিসেম্বর ০৭

অভিষেকেই শূন্য মাহমুদুল হাসানের

অভিষেক টেস্টে ব্যাটিংয়ে নেমে মাহমুদুল হাসান টিকলেন মাত্র ৭ বল। অফ ব্রেক বোলার সাজিদ খানের অফ স্টাম্পের বাইরে কিছুটা ঝুলিয়ে দেওয়া বলে খোঁচা দিয়ে স্লিপে দাঁড়ানো অধিনায়ক বাবর আজমকে ক্যাচ দিলেন মাহমুদুল।

০৮: ৫৫ , ডিসেম্বর ০৭

পাকিস্তানি বোলারদের সামনে কঠিন সময় সাদমানদের

প্রথম ওভারটি করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। মেঘলা আবহাওয়ায় কীভাবে একজন ফাস্ট বোলার বোলিং করবেন, সেটিই দেখিয়ে গেছেন তিনি। এরপর সাজিদ খান তো তুলেই নিলেন মাহমুদুলকে। এ মুহূর্তে দুই পাকিস্তানি স্পিনার সাজিদ আর নোমান আলী কঠিন সময় দিচ্ছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেনকে

০৯: ০৬ , ডিসেম্বর ০৭

এমন বাজে শট খেলেআউট সাদমান!

প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন সাদমান। সেটি হতেই পারে। পাকিস্তানি বোলাররা ভালো বোলিং যেহেতু করছেন চাপ থাকতেই পারে। কিন্তু তাই বলে টেস্ট ক্রিকেটে এমন আলগা শট খেলবেন একজন উদ্বোধনী ব্যাটসম্যান! অফ স্পিনার সাজিদ খানকে দ্বিতীয় সাফল্যটি সাদমান উপহার দিলেন আলগা শট খেলেই। অফ স্টাম্পের বাইরে আপাত নির্বিষ একটা বলে কাট জাতীয় একটা শট খেলতে গিয়ে পয়েন্টে বদলি ফিল্ডার হাসান আলীকে ক্যাচ দিয়েছেন সাদমান।

এ মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০। উইকেটে আছেন নাজমুল হোসেন। সাদমানের বিদায়ের পর এসেছেন অধিনায়ক মুমিনুল হক।

০৯: ১১ , ডিসেম্বর ০৭

অধিনায়ক মুমিনুল ফিরলেন রানআউটে

সাজিদ খানের বলে বলটি পয়েন্টের দিকে ঠেলেছিলেন অধিনায়ক মুমিনুল হক। পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন হাসান আলী। সরাসরি থ্রোতে তিনি নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প উপড়ে দিয়েছেন। মুমিনুল রান আউট।

০৯: ৪০ , ডিসেম্বর ০৭

এলবিডব্লু থেকে বেঁচে মুশফিক আউট স্লগ সুইপে

সাজিদ খানের বলে এক বল আগেই এলবিডব্লু হওয়ার হাক থেকে বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। ‘আম্পায়ারস কলে’র বদান্যতায় পাওয়া জীবনটা হেলায় হারালেন পরের বলেই। সাজিদের বলে তিনি কেন স্লগ সুইপ করতে গেলেন, সেটা বোঝা গেল না। স্লগ সুইপ খেলে তিনি শর্ট মিড উইকেটে ফাওয়াদ আলমের ক্যাচ তিনি।

৩১ রানেই ৪ উইকেট হারিয়ে মহা বিপদে বাংলাদেশ

০৯: ৪৬ , ডিসেম্বর ০৭

ক্যাচ দিয়েও বেঁচে গেলেন নাজমুল

অতি আক্রমণাত্মক শট খেলে উইকেট দিয়ে আসছিলেন নাজমুল হোসেন। এগিয়ে এসে চার মারার পরের বলেই সুইপ করতে গিয়ে আউট হয়েছিলেন। আম্পায়ার আউটও দিয়েছিলেন।

রিভিউ নেন নাজমুল। রিপ্লেতে দেখা গেছে বল করার সময় নোমান আলীর পা দাগের বাইরে ছিল। নো বল হওয়ায় আর বল ব্যাটে লেগেছে কি না সেটা পরীক্ষা করার দরকার হয়নি।

০৯: ৪৮ , ডিসেম্বর ০৭

এবার রিভিউ নিল পাকিস্তান

নাজমুল হোসেন সাজিদ খানের বল খেলার চেষ্টা না করে প্যাডে লাগিয়েছেন। তাই রিভিউ নিয়েছিল পাকিস্তান। কিন্তু রিভিউ নষ্ট হয়েছে পাকিস্তানের।

০৯: ৫৬ , ডিসেম্বর ০৭

লিটনেরও উইকেটে থাকতে ইচ্ছা হলো না

বাংলাদেশের খেলা দেখে মনে হচ্ছে টি-টেন ক্রিকেটের খেলা হচ্ছে এবং ২ ওভারে ৪০ রান তুলতে হবে। ৩১ রানে ৪ উইকেট পড়ার পরও আগ্রাসী ক্রিএক্ট খেলায় মন দিয়েছেন নাজমুল ও লিটন। এবার সাজিদ খানকে এগিয়ে এসে মারতে গিয়ে তাঁর হাতে ক্যাচ দিয়েছেন লিটন। ১২ বলে ৬ রান করে ফিরলেন লিটন।

১০: ০১ , ডিসেম্বর ০৭

রান আউট হওয়ার চেষ্টায় নেমেছিলেন সাকিব

সাকিবের মধ্যেও বেশ তাড়া দেখা যাচ্ছে। উইকেটে নেমেই বারবার তেড়ে আসছেন। এগিয়ে এসে খেলতে গিয়ে একবার বেঁচে গেছেন। আরেকবার মিড অনে বল পাঠিয়েই দৌড় দিয়েছিলেন। ফিল্ডার বল স্টাম্পে রাখতে পারলেই আউট হতেন সাকিব।

১০: ০৩ , ডিসেম্বর ০৭

সাকিব আবার চার মারলেন

১০: ০৪ , ডিসেম্বর ০৭

শান্তও তেড়েফুঁড়ে এগিয়ে এসে মারছেন 

ফলোঅন এড়াতে বাংলাদেশকে ১০১ রান করতে হবে। কোনোভাবে সে রান করার চেষ্টাতেই কি এমন পাগলাটে ব্যাটিং বাংলাদেশের?

১০: ০৬ , ডিসেম্বর ০৭

আউট হয়ে রিভিউ নিলেন নাজমুল

সাজিদের বলে এলবিডব্লু হয়েছেন নাজমুল। আগে একবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। শেষ স্বীকৃত ব্যাটিং জুটি এটি। তাই আরেকবার সুযোগ নিলেন। কিন্তু লাভ হয়নি। ৩০ রানে ফিরে গেলেন সাকিব।

১০: ১৫ , ডিসেম্বর ০৭

মেহেদীও ফিরলেন

সাজিদ খানের বলে বাংলাদেশের সবাই ড্রেসিংরুমে যাওয়ার দৌড়ে নেমেছেন
ছবি: প্রথম আলো

সাজিদ খানকে সুইপ করতে গিয়ে বোল্ড মেহেদী।

১০: ২১ , ডিসেম্বর ০৭

পাকিস্তানের হয়ে সবগুলো উইকেটই নিয়েছেন সাজিদ খান। মুমিনুল হক রানআউট না হলে হয়তো চতুর্থ বোলার হিসেবে ইনিংসের সবগুলো উইকেট পাওয়ার স্বপ্ন দেখতেও পারতেন এই অফ স্পিনার।

১০: ২৩ , ডিসেম্বর ০৭

৭ উইকেটে ৭৩ রান বাংলাদেশের

১০: ২৮ , ডিসেম্বর ০৭

আর ২৬ রানের অপেক্ষা বাংলাদেশের

১০: ৩০ , ডিসেম্বর ০৭

দুই বাঁহাতি দেখে বাবর আজমও চলে এলেন বোলিংয়ে

বাংলাদেশের মতো পাকিস্তানও ম্যাচ আপে বিশ্বাস করে। আর এ কারণেই উইকেটশূন্য নোমান আলীকে সরিয়ে বাবর নিজেই চলে এলেন। বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে অফ স্পিন করছেন।

১০: ৩৫ , ডিসেম্বর ০৭

চতুর্থ দিনের খেলা শেষ

কাগজে-কলমে আরও এক ঘন্টা খেলা বাকি। কিন্তু ৫ টা ১১ মিনিটে সূর্যাস্ত হয় এখন। মাঠের আলো নিয়ে আম্পায়ারদের মধ্যে আলোচনা করতে দেখা যাচ্ছে।

পর্যাপ্ত আলো না থাকায় চতুর্থ দিনের খেলা শেষ।

১০: ৪০ , ডিসেম্বর ০৭

ফলোঅন এড়াতে আরও ২৫ রান দরকার বাংলাদেশের

৭ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শেষ করল বাংলাদেশ। আগামীকাল ফলোঅন এড়াতে আরও ২৫ রান দরকার হবে বাংলাদেশের।

বাংলাাদেশ কোনোভাবে এই রান করতে পারলে শেষ দিনটা বেশ আকর্ষনীয় হয়ে উঠবে। পাকিস্তান অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও কয় ওভার ব্যাট করবে, সেটাই ম্যাচের ফলাফলে প্রভাব ফেলে দেবে।