চলে গেলেন ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার

যশপাল শর্মা।ছবি: টুইটার

সাবেক ভারতীয় ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী যশপাল শর্মা আজ মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন। ৬৬ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। যশপাল স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

যশপাল শর্মা।
ফাইল ছবি: এএফপি

সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের মধ্যভাগ পর্যন্ত ভারতীয় দলের অংশ ছিলেন যশপাল। পাঞ্জাবের এই মিডল অর্ডারের অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। ১৯৭৮ সালে শিয়ালকোটের সে ওয়ানডের পর আরও ৪১টি ওয়ানডে খেলেছেন যশপাল।

৪২ ম্যাচে ২৮.৪৮ গড়ে ৮৮৩ রান করেছিলেন। তাতে ছিল চারটি ফিফটি। তবে যশপাল তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্ত কাটিয়েছেন ১৯৮৩ বিশ্বকাপে। বিশ্বকাপে ৮ ম্যাচে ৩৪.২৮ গড়ে ২৪০ রান করেছিলেন। ছিল দুটি ফিফটি। প্রথম ম্যাচে যশপালের ক্যারিয়ার–সেরা ৮৯ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে চমকে দিয়েছিল ভারত।

যশপাল শর্মা।
ছবি: টুইটার

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৬১ রানের ম্যাচ জেতানো ইনিংস ছিল তাঁর। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৪০ রান করেছিলেন যশপাল। ভারতের হয়ে ৩৭টি টেস্টও খেলেছেন এই ব্যাটসম্যান। তাতে ৩৩.৪৫ গড়ে ১৬০৬ রান করেছিলেন। ২টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি ছিল তাঁর। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৬০ ম্যাচে ২১ সেঞ্চুরিতে ৮ হাজার ৯৩৩ রান যশপালের।