চিরস্মরণীয় এই জয়, ৫ কোটি বোনাস সৌরভের

সৌরভের মতে ভারতীয় ক্রিকেটের চিরস্মরণীয় এ জয়।ছবি: এএফপি

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান ও ভারতের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে তাঁকে। এসবের মধ্যেও হয়তো যখন সময় পেয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টেস্ট সিরিজটা দেখেছেন। আর আজ তো রীতিমতো উচ্ছ্বাসে ভাসার কথা তাঁর। ব্রিসবেনে দুর্দান্ত এক জয়ে ভারত ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া থেকে। এর ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফিও নিজেদের কাছে রেখে দিয়েছে ‘টিম ইন্ডিয়া’। ঐতিহাসিক এ জয় ছুঁয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানকে। তিনি দলের জন্য পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করেছেন।

ভারতীয় ক্রিকেটের নতুন যুগের শুরুটাও তো আসলে সৌরভের হাত ধরেই। এই যে ভারতীয় ক্রিকেট দলের ভয়ডরহীন চেহারা, সেটির পথ তো দেখিয়েছিলেন অধিনায়ক সৌরভই। মহেন্দ্র সিং ধোনি ও পরে বিরাট কোহলির সময়ে এই ভারত আরও শক্তিশালী হয়েছে, শিখেছে বিদেশে গিয়ে প্রতিপক্ষ দলের সঙ্গে সমানতালে লড়াই করা, দাপটের সঙ্গে টেস্ট ও সিরিজ জেতা। এই যে এবার ভারতের অস্ট্রেলিয়া জয়, সেটাতে তাই সৌরভ একটু বেশি উচ্ছ্বসিত হতেই পারেন। টুইটারে বিসিসিআই সভাপতি লিখেছেন, ‘অসাধারণ এক জয়। অস্ট্রেলিয়ার মাটিতে এই জয় ভারতীয় ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দলের প্রত্যেকেই দারুণ করেছে।’

দলের এই বিজয়ে পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করে সৌরভ লিখেছেন, ‘দলের জন্য বিসিসিআই পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করেছে। যদিও জানি, এই জয় কোনো সংখ্যা দিয়ে বিচার করা যাবে না।’

আজ ভারত ব্রিসবেনে যা করেছে, সেটি শুধু একটি টেস্ট বা সিরিজ জয়ই নয়, ভারতীয় ক্রিকেটের অনেক বড় একটা অর্জনও। করোনাকালে এই সিরিজে ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা ভালো খেলতে পারবে, এ নিয়ে সন্দেহ ছিল অনেক বড় বড় ক্রিকেট পণ্ডিতের। মাইকেল ভন, রিকি পন্টিংরা তো শুরুর আগেই অস্ট্রেলিয়াকে সিরিজজয়ী ঘোষণা করে দিয়েছিলেন।

এর ওপর অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়ে একটা বড় ধাক্কা খায় ভারত। কিন্তু তাতে আত্মবিশ্বাস টলে যায়নি সফরকারীদের। মেলবোর্ন টেস্টে জিতে ঘুরে দাঁড়ানোর পর সিডনিতে দাঁতে দাঁত চেপে দুর্দান্ত এক ড্র। এর মধ্যে চোট-আঘাতে জর্জরিত হয়ে ভারত নিয়মিত একাদশের অনেককে হারিয়েছে। ব্রিসবেনে শেষ টেস্টের আগে ভারতীয় দল নিজেদের একাদশ কীভাবে সাজাবে, সেটি নিয়েও সমস্যায় পড়ে গিয়েছিল। চোটে মাঠের বাইরে চলে গেছেন মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, উমেশ যাদব, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, হনুমা বিহারি। শেষে ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর, টি নটরাজনদের মতো অনভিজ্ঞ তরুণদের নিয়েই মাঠে নামে ভারত। কিন্তু দ্বিতীয় সারির এই দলই ভারতকে এনে দিয়েছে ঐতিহাসিক এক জয়। যে সুন্দর, শার্দুলদের খেলারই কথা ছিল না, তাঁরাই হয়ে গেছেন এই টেস্টের নায়ক।

এমন এক জয়ের পর পাঁচ কোটি রুপিও তো পুরস্কার হিসেবে কম হয়ে যায়!