চেন্নাইকে নিয়ে লেখা সব পোস্ট মুছে ফেললেন জাদেজা

চেন্নাই সুপার কিংস ছাড়ছেন রবীন্দ্র জাদেজা?ফাইল ছবি

রবীন্দ্র জাদেজার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালসে। চার বছর রাজস্থানে কাটানো জাদেজাকে ২০১২ সালের নিলামে দলে টানে চেন্নাই সুপার কিংস। এরপর দীর্ঘ ১০ বছর মহেন্দ্র সিং ধোনির দলে জাদেজা ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। সর্বশেষ আইপিএলে তো জাদেজাকে অধিনায়কত্বও দিয়েছিল দলটি। কিন্তু দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় শেষ পর্যন্ত ধোনির হাতেই অধিনায়কত্ব ফিরিয়ে দেয় চেন্নাই।

গল্পটা সেখানে শেষ হয়নি। আইপিএল শেষ হওয়ার দুই মাস পর জাদেজা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে চেন্নাই সুপার কিংস সম্পর্কিত গত দুই বছরের সব পোস্ট মুছে ফেলেছেন। কদিন আগে ধোনির জন্মদিনেও কোনো শুভেচ্ছামূলক পোস্ট করেননি। ধারণা করা হচ্ছে, চেন্নাইয়ের সঙ্গে জাদেজার সব সম্পর্ক এবার শেষ হতে চলছে। সে ক্ষেত্রে আইপিএলের ২০২৩ মৌসুমে জাদেজাকে নতুন কোনো দলে দেখা যেতে পারে।

ধোনির (বাঁয়ে) জন্মদিনে শুভেচ্ছা জানাননি জাদেজা
বিসিসিআই

তবে চেন্নাইয়ের এক কর্মকর্তা এ ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চেন্নাইয়ের পোস্ট সরিয়ে ফেলাকে তিনি জাদেজার ব্যক্তিগত সিদ্ধান্ত বলছেন। এ ছাড়া জাদেজার সঙ্গে চেন্নাইয়ের কোনো সমস্যা নেই, সেটিও তিনি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে চেন্নাইয়ের সেই কর্মকর্তা বলেছেন, ‘দেখুন, এটার তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা এ ব্যাপারে কিছু জানি না। আমাদের পক্ষ থেকে সব ঠিক আছে। কোনো সমস্যা দেখছি না।’

চেন্নাইকে অধিনায়ক জাদেজা ৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে ৬টিই হেরেছে চেন্নাই। নিজেও ১০ ম্যাচ খেলে খুব ভালো কিছু করতে পারেননি। ২০ গড়ে ১১৬ রান করেছেন তিনি। বল হাতেও সাফল্যের মুখ দেখেননি এই বাঁহাতি। ১০ ম্যাচে মাত্র ৫ উইকেট নিয়েছেন, ইকোনমি ৭.৫১। এরপর তো চোটের কারণে আইপিএল থেকেই ছিটকে পড়েন।

এজবাস্টন টেস্টে সেঞ্চুরির পর রবীন্দ্র জাদেজা
ফাইল ছবি

তবে জাতীয় দলের হয়ে জাদেজা বরাবরই ধারাবাহিক। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের কথাই ধরুন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে তিনি ভারতকে এজবাস্টন টেস্টে বিপদ মুক্ত করেন। সেঞ্চুরিটা ইংল্যান্ডে বলেই জাদেজার কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এজবাস্টন টেস্টে চলাকালীন তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সেঞ্চুরিটা ভারতের বাইরে করতে পেরে ভালো লাগছে। বিশেষ করে ইংল্যান্ডে। এখানে বল সুইং করে থাকে। অনেক বেশি শট খেলা যায় না। সেদিক থেকে ভালো লাগছে।’

আরও পড়ুন