চেন্নাই - আইপিএলের ইয়ুর্গেন ক্লপ!

কাল আরও একটি ফাইনাল হারলেন ক্লপ। কোচিং ক্যারিয়ারে সাত ফাইনালের ছয়টিতেই হার! ছবি: এএফপি
কাল আরও একটি ফাইনাল হারলেন ক্লপ। কোচিং ক্যারিয়ারে সাত ফাইনালের ছয়টিতেই হার! ছবি: এএফপি
>ইয়ুর্গেন ক্লপ সাতটি ফাইনালের ছয়টিতেই হারলেন। ছয়টি হারই এসেছে টানা। চেন্নাইও এ নিয়ে সাতবার ফাইনালে উঠল আইপিএলের। আগের ছয় ফাইনালে হেরেছে চারবারই

সাকিব আল হাসান আইপিএলের ফাইনাল হারেন না। আর চেন্নাই সুপার কিংস আইপিএলের ফাইনালে হারে! আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দলটির নাম চেন্নাই। ফুটবলে যেমন ব্রাজিলের হলুদ, টি-টোয়েন্টি ক্রিকেটেই আসলে হলুদ-দাপট চেন্নাইয়ের। কিন্তু এই দলটাই ফাইনালে উঠলে কী যেন হয়ে যায়। আইপিএলের প্রথম আট আসরের ছয়টিতেই ফাইনালে উঠেছিল চেন্নাই। এর চারটিতে হেরেছিল। চেন্নাই আইপিএল ফাইনালে হেরেছে সর্বশেষ তিনবারই!

ফাইনাল হারার দুঃখের তুলনা হয় না। এই একটি ম্যাচে হারার যন্ত্রণা শেষ করে দেয় পুরো টুর্নামেন্টের দীর্ঘ কঠিন যাত্রা পেরিয়ে আসার সাফল্য। এই কষ্ট ভালো জানবেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল চ্যাম্পিয়নস লিগের আরও একটি ফাইনাল হেরেছেন তিনি। ক্লপ তাঁর কোচিং ক্যারিয়ারে সাতটি ফাইনালের ছয়টিতেই হারলেন। ছয়টি হারই এসেছে টানা। চেন্নাইও এ নিয়ে সাতবার ফাইনালে উঠল আইপিএলের। আজ কি তবে সানরাইজার্স হায়দরাবাদ...!

ক্যারিয়ারের প্রথম ফাইনালটি জিতেই শুরু করেছিলেন ক্লপ। ২০১২ জার্মান কাপে বায়ার্ন মিউনিখকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল তাঁর বরুশিয়া ডর্টমুন্ড। পরের বছর বায়ার্ন নিদারুণ প্রতিশোধ নিয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ডর্টমুন্ড হেরেছে ২-১ গোলে। ২০১৪ সালে আবারও বায়ার্ন ২-০ গোলে হারায় ডর্টমুন্ডকে, এবার অবশ্য জার্মান কাপে। পরের বছর জার্মান কাপে বরুশিয়া হেরেছে ভলসবুর্গের কাছে, ৩-১ গোলে।

এতগুলো ফাইনালে হারলেও কোচ হিসেবে সারা বিশ্বের নজরে পড়েন ক্লপ। চলে আসেন লিভারপুলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে। কিন্তু ইংল্যান্ডে এলেও ফাইনাল ভাগ্য বদলায়নি তাঁর। ২০১৬ সালে লিগ কাপের ফাইনালে ১-১ ড্র করেও টাইব্রেকারে হেরে যান ম্যানচেস্টার সিটির কাছে। একই বছর ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার কাছে হারেন ৩-১ গোলে। কাল ফাইনাল পরাজয়ের আধ ডজন পূর্ণ করল ক্লপের দল!

আইপিএলের ফাইনালে ছয়বার উঠে মাত্র দুবার জিতেছে চেন্নাই। এ নিয়ে ফাইনালে উঠল সাতবার। ফাইল ছবি
আইপিএলের ফাইনালে ছয়বার উঠে মাত্র দুবার জিতেছে চেন্নাই। এ নিয়ে ফাইনালে উঠল সাতবার। ফাইল ছবি

এদিক দিয়ে চেন্নাইয়ের ভাগ্য কিছুটা ভালো। ২০০৮-এ আইপিএলের প্রথম আসরেই ফাইনালে উঠেছিল তারা। কিন্তু হেরে যায় ওই আসরের সবচেয়ে কম বাজেটের দল রাজস্থান রয়্যালসের কাছে। এক বছর বিরতি দিয়ে ২০১০ থেকে টানা চার বছর ফাইনালে উঠেছিল চেন্নাই। প্রথম দুবার জিতেওছিল টানা। ২০১০ এ মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্রথম আইপিএল শিরোপা জেতেন ধোনি। পরের বছর চেন্নাই হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

কিন্তু এই দুই শিরোপা ঘরে তোলার পর থেকেই ফাইনাল ভাগ্য বিরূপ হয়ে যায় তাদের। ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ানস আর ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তারা। ২০১৫ সালে আবার হারে মুম্বাইয়ের কাছে। এরপর তো স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দলটির মালিকপক্ষের যোগসূত্র বেরিয়ে আসার পর দুই বছরের জন্য নিষিদ্ধই হয়ে গেল। কে জানে, চেন্নাইয়ের ফাইনাল হারের কয়েকটি তাদের নিজেদেরই ডেকে আনা কি না! চেন্নাই কেন এত ফাইনাল হারে, এর ব্যাখ্যা খুঁজতে গিয়ে অনেকের মনেই এমন সংশয় জাগে।

চেন্নাই অবশ্য অধুনালুপ্ত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে কখনো ফাইনাল হারেনি। দুবার ফাইনালে উঠেছিল। জিতেছিল দুবারই। ক্লপ এ কথা শুনলে কষ্টই হয়তো পাবেন!

ইয়ুর্গেন ক্লপের ফাইনাল-ভাগ্য

টুর্নামেন্ট

ম্যাচ

ফল

২০১২ জার্মান কাপ

বায়ার্ন মিউনিখকে ৫-২ বরুশিয়া ডর্টমুন্ড

জয়

২০১৩ চ্যাম্পিয়নস লিগ

বায়ার্ন মিউনিখকে ২-১ বরুশিয়া ডর্টমুন্ড

হার

২০১৪ জার্মান কাপ

বায়ার্ন মিউনিখকে ২-০ বরুশিয়া ডর্টমুন্ড

হার

২০১৫ জার্মান কাপ

ভলসবুর্গ ৩-১ বরুশিয়া ডর্টমুন্ড

হার

২০১৬ সালে লিগ কাপ

ম্যানচেস্টার সিটি ১-১ লিভারপুল (টাইব্রেকার)

হার

২০১৬ ইউরোপা লিগ

সেভিয়া ৩-১ লিভারপুল

হার

২০১৮ চ্যাম্পিয়নস লিগ

রিয়াল মাদ্রিদ ৩-১ লিভারপুল

হার

চেন্নাইয়ের আইপিএল ফাইনাল

সাল

প্রতিপক্ষ

ফল

২০০৮

রাজস্থান রয়্যালস

হার

২০১০

মুম্বাই ইন্ডিয়ানস

জয়

২০১১

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

জয়

২০১২

কলকাতা নাইট রাইডার্স

হার

২০১৩

মুম্বাই ইন্ডিয়ানস

হার

২০১৫

মুম্বাই ইন্ডিয়ানস

হার