চোটাঘাতের পর বাজে হার শ্রীলঙ্কার

জয়ের পর শ্রীলঙ্কার কাসুন রাজিথার সঙ্গে হাত মেলাচ্ছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদিছবি: এএফপি

সেঞ্চুরিয়ন টেস্ট কোন দিকে গড়াচ্ছে, সেটা কালই বোঝা যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার ৬২১ রানে চাপা পড়ার পর ২ উইকেটে ৬৫ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করা শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিতে দুই সেশনও লাগেনি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।

দ্বিতীয় সেশনের মাঝামাঝিতে শ্রীলঙ্কানরা ১৮০ রানে গুটিয়ে যেতেই দক্ষিণ আফ্রিকা হেসেছে ইনিংস ও ৪৫ রানের বড় জয়ের আনন্দে।

প্রোটিয়াদের আনন্দের ক্ষণে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারের কপালে চিন্তার ভাঁজ! দল তো বাজেভাবে হেরেছেই। পরের টেস্টের ভালো একাদশ গড়া নিয়েও আছে তাঁর দুশ্চিন্তা। দলে যে চোটের মিছিল!

চোটে পড়ায় দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডার ব্যাটসম্যান ধনঞ্জয় ডি সিলভা ব্যাটিংই করতে পারলেন না। খেলা হবে না তাঁর পরের টেস্টও। ছিটকে পড়েছে কাসুন রাজিতা।

কুঁচকির চোটে পড়া পেসার লাহিরু কুমারার বোলিংসেবা আপাতত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালও ভুগছেন চোটাঘাতে।

দলে এই চোটের মিছিল দেখে আর্থার রসিকতা করে বলেছেন, ‘ভাগ্যিস, আমরা ২১ খেলোয়াড়কে নিয়ে এসেছি। না হলে আমাদের ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারকে পরের টেস্টে নামতে হতো তিনে আর আমি চারে। এই হচ্ছে ঘটনা!’

জয়ের স্মারক হিসেবে স্টাম্প নিয়ে মাঠ ছাড়ার পথে হাসি ফাফ ডু প্লেসির
ছবি: এএফপি

কন্ডিশন একটু কঠিন হলে কিংবা বোলাররা ধারাবাহিক ভালো বোলিং করলে এই সময়ের যেকোনো দলের ব্যাটিং লাইনআপই পড়ে যায় কঠিন চ্যালেঞ্জের সামনে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও ব্যতিক্রম নন।

সেঞ্চুরিয়ন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মোটামুটি ভালো করলেও দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ফাস্ট বোলিং আক্রমণের সামনে তাঁরা দাঁড়াতেই পারেননি। লুঙ্গি এনগিডি, আনরিক নর্তিয়ে, লুথো সিপামলা, উইয়ান মুল্ডার শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের একেবারে নাজেহাল করে ছেড়েছেন!

ধ্বংসস্তূপের মধ্যে শ্রীলঙ্কার যা একটু লড়েছেন ওপেনার কুশল পেরেরা আর সাতে নামা ওয়ানিন্দু হাসারাঙা। নর্তিয়ে শিকার হয়ে পেরেরা ফিরেছেন ৬৪ রান করে।

আর সিপামলার বলে বাভুমার ক্যাচ হয়ে ফেরার আগে হাসারাঙার রান ৫৯। এনগিডি, নর্কিয়ে, সিপামলা, মুল্ডার—প্রত্যেকে পেয়েছেন ২টি উইকেট।

কাল দলের প্রধান কোচ আর্থার বাজে পারফরম্যান্সের ব্যাখ্যায় তাঁদের প্রস্তুতির ঘাটতিকেই সামনে তুলে এনেছেন। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল শ্রীলঙ্কা দল।

সিরিজটা পরে স্থগিত হয়ে যাওয়ায় তাঁদের খেলোয়াড়েরা ব্যস্ত ছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে। এলপিএলের পরই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ—অপর্যাপ্ত প্রস্তুতিতে কঠিন পরীক্ষা দিতে গেলে যে ফল হয়, সেঞ্চুরিয়নে সেটিই হয়েছে।

সিরিজে ফেরার লক্ষ্য শ্রীলঙ্কা জোহানেসবার্গে পরের টেস্ট খেলতে নামবে আগামী রোববার।