ছবিতে ছবিতে বাংলাদেশের অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার গল্প

অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ শেষে, তা-ও আবার পাঁচ ম্যাচের সিরিজ শেষে এমন উদ্‌যাপন করবে বাংলাদেশ—এমনটা সিরিজের আগেও কজন ভেবেছিলেন?ছবি: শামসুল হক

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ওয়ার্নার-স্মিথরা নেই, তেমন বড় নামের অভাব তো বাংলাদেশেরও ব্যাটিংয়েও ছিল না। মুশফিক, তামিম, লিটনকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির এই সিরিজে নেমেছে বাংলাদেশ। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ জয় তো আগেই প্রথম তিন ম্যাচ শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাঝে চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া জেতায় আজ মিরপুরে পঞ্চম ম্যাচের আগে প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল এটি যে, সিরিজের ফল ৪-১ নাকি ৩-২ হবে?

৪-১-ই হলো। অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েই সিরিজের শেষটা টানল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিব-মাহমুদউল্লাহ-আফিফদের আত্মবিশ্বাসের পালে লাগা হাওয়ার জোর আরেকটু বাড়ল।

অন্তত বোলারদের তো বাড়ারই কথা! মিরপুরের পিচটা স্পিনসহায়ক বটে, এখানে স্লোয়ার-কাটার ধরে ভালো, তবে সেখানে মাত্র ১২২ রান করে অস্ট্রেলিয়ার মতো দলকে ৬২ রানেই অলআউট করে দেওয়া...সে কৃতিত্ব শুধু মিরপুরের পিচের নয়। অস্ট্রেলিয়া তো অনেক দেশেই সিরিজ খেলেছে, কিন্তু টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ানদের এত কম রানে অলআউট সাকিব-সাইফউদ্দিনরা ছাড়া তো আর কেউ করতে পারেননি!

কীভাবে সম্ভব হলো সে গল্প? প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় ধরা পড়েছে ম্যাচের টুকরো টুকরো অনেক মুহূর্ত, সে মুহূর্তগুলো সাজিয়ে নিলে তৈরি হয়ে যায় একটা গল্প।

মিরপুরের পিচ কী বলে? সিরিজজুড়ে অস্ট্রেলিয়ার কাছে সে এক দুর্বোধ্য ভাষা হয়েই থাকল। ম্যাচের আগে পিচ দেখার উপলব্ধি থেকেই আজ চার স্পিনার ও দুই মিডিয়াম পেসার নিয়ে নেমেছে অস্ট্রেলিয়া। বোলিংয়ে সে পরিকল্পনা অবশ্য কাজে লেগেছে তাদের, ব্যাটিংয়ে আর পারল না অস্ট্রেলিয়া।
ছবি: প্রথম আলো
টানা তৃতীয় ম্যাচে টসে হার, অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েডের মাথায় হাত। ম্যাচের ফলটা কী হতে পারে, সেটা কী তখনই কিছুটা আঁচ করতে পেরেছিলেন ওয়েড?
ছবি: প্রথম আলো
টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশকে দারুণ শুরুই এনে দিয়েছিলেন মেহেদী হাসান ও নাঈম শেখ। উদ্বোধনী জুটিতে ২৭ বলে ৪৩ রান এনে দিয়েছেন দুজন।
ছবি: প্রথম আলো
মেহেদীর ব্যাটটা ছবিতে কোথায়? দেখুন তো খুঁজে পান কি না! অ্যাশটন টার্নারের বলে মারতে গিয়ে ব্যাট ছুটে যায় মেহেদীর, বলে-ব্যাটে হয়নি। অ্যাশটন অ্যাগারের হাতে ক্যাচ আউট হন মেহেদী।
ছবি: প্রথম আলো
সুইপ করছেন সাকিব। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৮৩তম ম্যাচে এসে আজ প্রথমবার এলবিডব্লু হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
ছবি: প্রথম আলো
মিচেল মার্শকে ফিরিয়ে নাসুম আহমেদের বুনো উল্লাস। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে জিতিয়ে আজ ওপেনিংয়ে নামা ড্যান ক্রিস্টিয়ানের পর অস্ট্রেলিয়ার এই দলের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ভরসা মার্শ— ইনিংসে নিজের প্রথম দুই ওভারে বড় দুই উইকেটই নিয়েছেন নাসুম।
ছবি: প্রথম আলো
আরেকবার অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ স্কোরার হলেন সাকিবের শিকার! ২২ রান করা অস্ট্রেলিয়া অধিনায়ক ওয়েডকে বোল্ড করার পর সাকিব।
ছবি: প্রথম আলো
ম্যাচে মাত্র ৯ রানে ৪ উইকেট নেওয়ার পথে সাকিবের আরেক শিকার। তাঁকে ঘিরেই তো দলের উল্লাস হবে!
ছবি: প্রথম আলো
সাইফউদ্দিনের উইকেট মানেই এমন উদ্‌যাপন। শেষ দিকে সাকিবের ৪ উইকেট আর সাইফউদ্দিনের ৩ উইকেটই অস্ট্রেলিয়াকে ধসিয়েছে।
ছবি: প্রথম আলো
ম্যাচ শেষ, সিরিজ শেষ, বিজয়ী বাংলাদেশ।
ছবি: প্রথম আলো
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন দাপট নিয়ে সিরিজ জয়...উদ্‌যাপনে একটা সেলফি হবে না!
ছবি: প্রথম আলো
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আর সিরিজ ও ম্যাচসেরা সাকিবের ম্যাচ শেষের এই হাসিই বলে দেয়, সিরিজটা বাংলাদেশকে কত তৃপ্তিতে ভরিয়ে দিয়ে গেছে!
ছবি: প্রথম আলো