ছেলেদের 'ক্রাশ' হতে পেরে খুশি জাহানারা

বাড়িতে যেতে পারেননি, ঢাকায় ঈদ করেছেন জাহানারা । ছবি:ফেসবুক
বাড়িতে যেতে পারেননি, ঢাকায় ঈদ করেছেন জাহানারা । ছবি:ফেসবুক

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকতে এবার ঈদে আর বাড়ি যাওয়া হয়নি জাহানারা আলমের। পরিবার থেকে দূরে থেকে ঢাকার ফ্ল্যাটে একাকী ঈদ করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট তারকা। ঈদের সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটল জাহানারার। সেখানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বললেন এই পেসার।

বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম উজ্জ্বল মুখ তিনি। সারা দেশে জাহানারা আলমের কত ভক্ত-অনুরাগী! আজ সেই ভক্তদের সঙ্গে ঈদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিলেন তিনি। মন্তব্যের ঘরে এক ভক্ত যখন তাঁকে বললেন, 'লাভ ইউ মাই ক্রাশ!' উত্তরে জাহানারা বললেন, 'আপনাকে ধন্যবাদ। আমার আসলে ধারণা ছিল না যে মেয়েরা ছেলেদের ক্রাশ হতে পারে, বিশেষ করে নারী ক্রীড়াবিদেরা। আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা নায়ক-নায়িকা, তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক অবশ্যই এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি সন্তুষ্ট।' 

জাহানারা যা-ই বলুন, মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার 'ক্রাশ' ছিলেন কিন্তু তিনি! এ নিয়ে বিশ্বের অনেক পত্রিকায় সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। লাইভে আরেক ভক্ত রসিকতা করলেন এই বলে, 'কমসে কম ১ ঘণ্টা মেকআপ করে চুল ঠিক করেছেন!' জাহানারা ঝটপট তাঁর ভুল ধরিয়ে দিলেন, 'একদমই না, ভুল অনুমান। আমার ২০ মিনিট লেগেছে পুরোপুরি তৈরি হতে।'

ঘরবন্দী এই ঈদে প্রচুর রান্না করেছেন জাহানারা। কী কী রান্না করেছেন, সেটি জানিয়েছেন তাঁর ভক্তদের, 'কাল পুরোটা দিন রান্না করেছি। বিরিয়ানি, জর্দা, লাচ্ছা সেমাই, জর্দা, চটপটি, রোস্ট, ডিমের কোরমা... আজ রেঁধেছি শুধু গরুর মাংস। সকালে জম্পেশ খাওয়াদাওয়া করেছি। একদিনই তো ইচ্ছেমতো খাব। আবার (ক্রিকেটীয়) কার্যক্রম শুরু হয়ে যাবে। এভাবেই এবার আমার ঈদ গেল।'

পরিবারের সঙ্গে ঈদ করতে না পেরে জাহানারার একটু মন খারাপ। তবে তিনি সুস্থ আছেন, এতেই ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য, 'আমার কতটা দুর্ভাগ্য, পরিবার থেকে দূরে আছি। ঈদ করছি একা একা। পরিবারের সঙ্গে ৪-৫টা ঈদ করতে পারিনি আগে। তবে সবই খেলার কারণে। সতীর্থদের সঙ্গে ঈদ কেটেছে তখন। তবে এবার ঈদটা ভিন্ন। আমি সুস্থ আছি, এটাই বড় ব্যাপার। সুস্থ থাকলে সামনে পরিবার-বন্ধুদের সঙ্গে ঈদ করা যাবে।'