ছয় বছর পর একই ম্যাচে গেইল–রাসেল–পোলার্ড–ব্রাভো

ছয় বছর পর ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর সঙ্গে একই ম্যাচে খেললেন কাইরন পোলার্ড (বাঁয়ে) ও আন্দ্রে রাসেল।ছবি: এএফপি

ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো। টি–টোয়েন্টি ক্রিকেটের চার মহারথী। বিশ্বজুড়ে টি–টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপনের মুখ এই চতুষ্টয় প্রায় সাড়ে ছয় বছর পর আজ একসঙ্গে খেললেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।

চতুষ্টয়ের ফেরার ম্যাচে গ্রেনাডায় টি–টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬১ রানের লক্ষ্য কাইরন পোলার্ডের দল ছুঁয়ে ফেলে ৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই। এই জয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ১–০–তে এগিয়ে গেল ক্যারিবীয়রা।

গেইল–রাসেল–পোলার্ড–ব্রাভোরা আজকের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ একই ম্যাচে খেলেছিলেন ২০১৫ সালের ১১ জানুয়ারি। জোহানেসবার্গের সেই ম্যাচে ৪ উইকেট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ২৩১ রান পেরিয়ে জিতেছিল ক্যারিবীয়রা। ৪১ বলে ম্যাচজয়ী ৯০ রান করেছিলেন টি–টোয়েন্টির ফেরিওয়ালা গেইল।

ম্যাচ শুরুর আগে ক্রিস গেইল।
ছবি: এএফপি

আজ অবশ্য ব্যাট হাতে অতটা বিধ্বংসী হওয়ার সুযোগ পাননি গেইল। ৪১ বছর বয়সী ব্যাটসম্যান তিনে নেমে ১ চার ও ৩ ছক্কায় ২৪ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন। চতুষ্টয়ের আরেকজন রাসেলও গেইলের মতো ১ টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। ১২ বল ২৩ রান করা রাসেলই লুঙ্গি এনগিডিকে ছক্কা মেরে শেষ করেন ম্যাচ।

চতুষ্টয়ের অন্য দুজন পোলার্ড ও ব্রাভোকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ব্রাভো বোলিংয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। রাসেল ৩ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। স্কোরকার্ডে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পোলার্ডের নামের পাশে শুধু একটি ক্যাচই আছে।

৩৫ বলে ৭১ রান করেছেন এভিন লুইস।
ছবি: এএফপি

চতুষ্টয়কে একসঙ্গে ফিরে পাবার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক এভিন লুইস। আন্দ্রে ফ্লেচারের (১৯ বলে ৩০) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৮৫ রান যোগ করা ক্যারিবীয় ওপেনার ৩৫ বলে করেছেন ৭১ রান, মেরেছেন ৪টি চার ও ৭টি ছক্কা।

মুখোমুখি হওয়া প্রথম বলেই ডিপ–ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মেরে হিসাবের খাতা খোলা লুইস যখন ফিরলেন ১১.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১২৪। রাসেল–গেইলরা এরপর শুধু আনুষ্ঠানিকতাই সেরেছেন।

লুইসের তাণ্ডবের আগে দক্ষিণ আফ্রিকা করে ৬ উইকেটে ১৬০ রান। ৩৮ বলে সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত ছিলেন রেসি ফন ডার ডুসেন। প্রোটিয়া ইনিংসে প্রথম চার ব্যাটসম্যানই যা রান করার করেছেন। দলটির ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান (২৪ বল) কুইন্টন ডি ককের। এ ছাড়া রিজা হেনড্রিকস ১১ বলে ১৭ ও অধিনায়ক টেম্বা বাভুমা করেন ২০ বলে ২২ রান।

২৪ ঘণ্টারও কম সময় পরে একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।