জাভিকে ‘মধুর সমস্যায়’ ফেলছেন মেম্ফিস

ওয়েলসের বিপক্ষে যোগ করা সময়ে নেদারল্যান্ডসকে জেতানো গোলের পর ডিপাইয়ের উচ্ছ্বাসছবি: রয়টার্স

৩ জুন, উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে নেদারল্যান্ডসের ৪–১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন মেম্ফিস ডিপাই। বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের মনটা হয়তো একটু নড়েচড়ে উঠল। হয়তো একটু দ্বিধা তৈরি হলো মনের মধ্যে—কাজটা কি ঠিক হবে?

৮ জুন, উয়েফা নেশনস কাপে এবার ওয়লসের বিপক্ষে ২–১ গোলে জয় পেল ডাচরা। মেম্ফিস এ ম্যাচে খেলেননি। জাভির তাই মনের ভেতর কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া হওয়ার কিছু ছিল না।

১১ জুন, এবার নেদারল্যান্ডস ২–২ গোলে ড্র করল পোল্যান্ডের সঙ্গে। সেই ম্যাচে মেম্ফিস ডাচদের একটি গোলে সহায়তা করলেও যোগ করা সময়ে পাওয়া জয়ের সুযোগটি নষ্ট করেছেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বার্সেলোনার ফরোয়ার্ড। এবার হয়তো জাভি মনে মনে বলেছেন—নাহ, ঠিক সিদ্ধান্তই নিতে যাচ্ছি।

১৪ জুন, ওয়েলসের বিপক্ষে ৩–২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা। এ ম্যাচে জাভিকে আবার হয়তো মধুর সমস্যায় ফেলে দিয়েছেন মেম্ফিস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে যে জয় এনে দিয়েছেন তিনিই! এরপর কি জাভির আবার মনে হয়নি—কাজটা কি ঠিক হবে!

আরও পড়ুন
পোল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ডিপাই
ছবি: রয়টার্স

কী এই কাজ, যেটা নিয়ে মেম্ফিস বারবার জাভির মনকে দ্বিধায় ফেলে দিচ্ছেন। বার্সেলোনা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছে, বিক্রি করে দেবে এই ডাচ ফরোয়ার্ডকে। কিন্তু মেম্ফিস যেভাবে নেদারল্যান্ডসকে টেনে নিয়ে যাচ্ছেন, তাঁকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে জাভিকে দ্বিতীয়বার তো ভাবতেই হবে।

কাল নিজেদের মাঠে ওয়েলসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দলকে জিতিয়েছেন ২৮ বছর বয়সী মেম্ফিস। নিজেদের মাঠে ২৩ মিনিটের মধ্যে ২–০ গোলে এগিয়ে যায় ডাচরা। জনসনের ২৬ মিনিটের গোলের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গ্যালেত বেলের পেনাল্টি গোলে সমতায় ফেরে ওয়েলস। এরপরই মেম্ফিসের গোল।

আরও পড়ুন
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ
ফাইল ছবি

ম্যাচ শেষে প্রতিপক্ষ ওয়েলসের কোচ রব পেজের মুখেও ছিল মেম্ফিসের প্রশংসা, ‘আপনি যদি এ ধরনের একটি দলে (নেদারল্যান্ডস) মেম্ফিসের মতো একজন খেলোয়াড়কে একটা আধাআধি সুযোগও দেন, বল তো নেটে যাবেই।’

গত বছর অলিম্পিক লিওঁ থেকে ফ্রি দলবদলে বার্সেলোনায় নাম লেখানো মেম্ফিসের সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী বছর। নতুন কোচ জাভির পরিকল্পনায় মেম্ফিস যে আছেন, সেটা বলা যাবে না। নিয়মিত বার্সেলোনার আক্রমণভাগে ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াং, আদামা ত্রাওরে, আনসু ফাতিদের খেলিয়ে যাচ্ছেন জাভি।

আরও পড়ুন