জিম্বাবুয়ে থেকে সুখবর এল পাকিস্তানের জন্য

ক’দিন আগেই ইংল্যান্ডে খেলে এসেছে পাকিস্তানছবি: রয়টার্স

করোনাভাইরাসের প্রভাব দিন দিন কমছে দেশটিতে। পাকিস্তানের ছেলেদের ক্রিকেট দল এরই মধ্যে ইংল্যান্ডে জৈব সুরক্ষিত বলয়ের মধ্যে থেকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। ইংল্যান্ডকে জানিয়ে এসেছিল, তারাও যেন পাকিস্তানে এসে খেলে যায়। ইংল্যান্ড আসবে কি আসবে না, সেটি ভবিষ্যতের প্রশ্ন। আপাতত জিম্বাবুয়ে থেকে সুখবর এসেছে পাকিস্তানের জন্য।

তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজের জন্য অক্টোবরে পাকিস্তানে আসার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সফরে আসার জন্য জিম্বাবুয়ে দলকে আজ অনুমতি দিয়েছে জিম্বাবুয়ের সরকার। আগামী ২০ অক্টোবর পাকিস্তান এসে পৌঁছাতে পারে জিম্বাবুয়ে দল। ‘সব আনুষ্ঠানিকতা শেষ! অক্টোবর-নভেম্বরে একটি সীমিত ওভারের সিরিজের জন্য জিম্বাবুয়ে ক্রিকেট দলকে অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে সরকার’—লিখেছে জিম্বাবুয়ে ক্রিকেটের অফিশিয়াল টুইটার।

তিন ওয়ানডের এ সিরিজটি এ বছর থেকে শুরু হতে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এটি ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বও। সিরিজটি শুরু হবে ৩০ অক্টোবর। এখন পর্যন্ত যা গুঞ্জন, তাতে সব ওয়ানডেই হবে মুলতানে। ৩০ অক্টোবর প্রথম ওয়ানডে, পরের দুটি ১ ও ৩ নভেম্বর। তিন টি-টোয়েন্টির সিরিজটি হতে পারে রাওয়ালপিন্ডিতে। ম্যাচ তিনটি হবে ৭, ৮ ও ১০ নভেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত সূচি অনুযায়ী এই সিরিজের আগেই পাকিস্তানের ঘরোয়া মৌসুমও শুরু হবে।

২০১৮ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল পাকিস্তান
ফাইল ছবি

করোনার সময়ের স্বাস্থ্যবিধি মেনে সিরিজটি জৈব সুরক্ষিত বলয়ের মধ্যেই হবে। কোনো দর্শক থাকবেন না মাঠে। তবে সিরিজের আগে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-২০ কাপও হবে রাওয়ালপিন্ডি আর মুলতানে। ধারণা করা হচ্ছে, ওই টুর্নামেন্টটি পিসিবির জন্য একটি ‘টেস্ট কেস’। যেটি কাজে লাগিয়ে জিম্বাবুয়ে সিরিজের জৈব সুরক্ষা বলয় তৈরি করা হবে।

সফরের কোয়ারেন্টিনের মেয়াদ কত দিনের হবে, সেটি এখনো নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছে, সেটি তিন থেকে সাত দিনের মতো হতে পারে। জৈব সুরক্ষা বলয় কীভাবে তৈরি করতে হয়, সে ব্যাপারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আইসিসির কাছে পরামর্শ চেয়েছে পিসিবি।

এরই মধ্যে সফর সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সোমবার থেকে অনুশীলনও শুরু করেছে তারা। দলের অন্য সবার চেয়ে এই সিরিজ নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত থাকবেন হয়তো সিকান্দার রাজাই। পাকিস্তানে জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী জিম্বাবুইয়ান ব্যাটিং অলরাউন্ডার।

পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ের প্রাথমিক দল:

ফারাজ আকরাম, রায়ান বার্ল, রেগিস চাকাভা, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, চামু চিবাবা, এলটন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, কাইল জারভিস, লুক জঙ্গো, তিনাশে কামহুনুকামুয়ে, ওয়েসলি মাধেভেরে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, পিটার মুর, কার্ল মাম্বা, রিচমন্ড মুতুম্বামি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস।