জোসেফের ‘হুমকি’ বাংলাদেশকে

অতীত রেকর্ডের দিকে তাকালে ওয়েস্ট ইন্ডিজের এখন এটা মেনে নেওয়ারই কথা যে বাংলাদেশকে তাদের মাটিতে হারানো সহজ কথা নয়। তবে তরুণ ক্যারিবীয় ফাস্ট বোলার আলজারি জোসেফ পেছন ফিরে তাকাতে রাজি নন। এমনকি সিরিজের প্রথম ওয়ানডের হারও তাঁর আত্মবিশ্বাসে ফাটল ধরাচ্ছে না। মিরপুরে আজকের দ্বিতীয় ওয়ানডে নিয়ে কাল বরং তাঁকে বেশ আত্মবিশ্বাসীই মনে হলো।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের দেওয়া মাত্র ১২২ রানের পুঁজি নিয়েই লড়াই করার সর্বাত্মক চেষ্টা করেছেন এই জোসেফ। প্রথম স্পেলে বোলিং করেছেন ৮ ওভার। একপর্যায়ে তো মনে হচ্ছিল ক্লান্ত হয়ে মাঠে লুটিয়ে না পড়া পর্যন্ত বোধ হয় তিনি শুধু বলই করে যাবেন। লম্বা স্পেলে নিজে উইকেট না পেলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ওপর তাঁর সৃষ্টি করা চাপেই উইকেট পেয়েছেন অন্য ক্যারিবীয় বোলাররা। অন্য প্রান্ত থেকে অভিষিক্ত আকিল হোসেনের স্পিনে ঠিকই ভেঙে পড়ে বাংলাদেশ দলের টপ অর্ডার।

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের এই চিত্রটাই আশার আলো জ্বালাচ্ছে ক্যারিবীয় শিবিরে। এই উইকেটে ও একই পরিস্থিতিতে আবারও বাংলাদেশকে পেলে চেপে ধরতে চান ঢাকার মাঠ থেকেই ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করা জোসেফ। কাল অনলাইন সংবাদ সম্মেলনে এই তরুণ যেন একটা হুমকিই দিয়ে রাখলেন বাংলাদেশকে, ‘প্রথম ম্যাচটা ভালো যায়নি। আমাদের এখন আরও শক্তভাবে ফিরতে হবে। আরও গভীরে যেতে হবে। বাংলাদেশিদের নিয়ে যেতে হবে শেষ সীমা পর্যন্ত। প্রথম বল থেকে ৩০০তম বল পর্যন্ত।’

আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। চট্টগ্রামে ২৫ জানুয়ারির তৃতীয় ওয়ানডেটা তখন হয়ে পড়বে শুধুই আনুষ্ঠানিকতা। তবে সিরিজটা মিরপুরেই শেষ হোক, জোসেফ সেটি হতে দিতে চান না, ‘দলের সবাই তেতে আছে। দ্বিতীয় ওয়ানডেটা আগের ম্যাচ থেকেও গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কাল হারলেই আমরা সিরিজ হারব। দলের সবাই তাই জানে কী করতে হবে।’