টি-টোয়েন্টিতে উইকেটকিপিং করতে চান না মুশফিক

টি-টোয়েন্টিতে আর কিপিং গ্লাভস হাতে পরতে চান না মুশফিকছবি: প্রথম আলো

টি-টোয়েন্টিতেও উইকেটকিপিংয়ের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মুশফিকুর রহিম। এ সংস্করণে তিনি আর উইকেটকিপিং করতে চান না বলে জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের পর এ তথ্য জানিয়ে দিয়েছেন ডমিঙ্গো।

সিরিজ শুরুর আগে ডমিঙ্গো জানিয়েছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভাগ করে উইকেটকিপিং করবেন নুরুল হাসান ও মুশফিকুর রহিম। প্রথম দুই ম্যাচে নুরুলের পর চতুর্থ ও পঞ্চম ম্যাচে গ্লাভস সামলানোর কথা ছিল মুশফিকের। আর শেষ ম্যাচের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল পরে।

নুরুলই করবেন কিপিং
ছবি: প্রথম আলো

তবে তৃতীয় ম্যাচ শুরুর আগে টিম শিটে দেখা যায়, উইকেটকিপার হিসেবে আছে নুরুলেরই নাম। পরে নুরুলই উইকেটকিপিং করেছেন। অবশ্য এদিন কোনো ক্যাচ বা রানআউট করতে পারেননি নুরুল। ম্যাচ শেষে বিসিবির দেওয়া ভিডিও বার্তায় ডমিঙ্গো জানিয়েছেন পরিকল্পনায় পরিবর্তন আনার কথা, ‘মুশির সঙ্গে কথা বলে পরিবর্তন এসেছে। শুরুতে দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা ছিল। (তবে) মুশফিক আমাকে বলেছে, সে হয়তো টি-টোয়েন্টিতে ক্রিকেটে আর কিপিং করবে না। কাজেই এখন সোহান (নুরুল) আর লিটনকেই দায়িত্বটা পালনের দিকে নজর দিতে হবে।’

ব্যাটিংয়ে মন দিতে চান মুশফিক
ছবি: প্রথম আলো

মুশফিকের এমন সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে ডমিঙ্গো বলেছেন, ‘আমার মনে হয় না এ সংস্করণে মুশফিকের কিপিংয়ের সে আগ্রহটা আছে আর। এখন আমাদের সোহানের (নুরুল) দিকেই নজর দিতে হবে। তাকে দায়িত্বটা পালন করতে দিতে হবে।’
টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব মুশফিক ছেড়ে দিয়েছেন বেশ কিছুদিন হলো। ২০১৯ সালের পর এ সংস্করণে আর কিপিং করেননি তিনি। সে দায়িত্ব পালন করেন লিটন দাস।

শেষ জিম্বাবুয়ে সফর থেকে পারিবারিক কারণে আগেভাগেই দেশে ফিরেছিলেন মুশফিক। তাঁর বদলে ওয়ানডেতে লিটন ও টি-টোয়েন্টিতে উইকেটকিপিং করেছিলেন প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা নুরুল।