টি-টোয়েন্টিতে সর্বকালের সেরায় ৫ পাকিস্তানি, ভারতের নেই কেউ

টি টোয়েন্টির সর্বকালের সেরাদের তালিকায় শহীদ আফ্রিদি ও উমর গুল।
ফাইল ছবি এএফপি

টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে কখনো শিরোপা না জেতা অস্ট্রেলিয়া। পাকিস্তান বেশ পিছিয়ে আছে সাত নম্বরে। খেলোয়াড়দের ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও বাবর আজম ছাড়া শীর্ষ তিনে নেই কেউ। অথচ এক সময় টি-টোয়েন্টির সেরাদের তালিকায় ছিল পাকিস্তানিদের আধিপত্য।

সে আধিপত্য কতটা ভয়ংকর ছিল সেটা আজ মনে করিয়ে দিল আইসিসি। আজ আচমকা এক টুইট করা হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অ্যাকাউন্ট থেকে। সে টুইটেই প্রকাশ পেল সে আধিপত্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বকালের সেরা র‍্যাঙ্কিংধারী বোলারদের এক তালিকা দিয়েছে আইসিসি। সর্বকালের সর্বোচ্চ ১০ রেটিংধারী বোলারের মধ্যে পাঁচজন ছিল পাকিস্তানের!

সবার ওপরে আছেন পেসার উমর গুল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৫৭ রেটিং পয়েন্ট তাঁর। এক সময় নিয়মিত ১২ ওভারের পরে বল করতে এসে রিভার্স সুইংয়ে প্রতিপক্ষকে ধসিয়ে ফেলতেন গুল। ক্যারিয়ারের গতিপথ ধরে রাখতে না পারলেও তাঁর সে রেটিং এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ৬০ ম্যাচে ঈর্ষণীয় ১৬.৯৭ গড়ে ৮৫ উইকেট নেওয়া গুলের কীর্তিটা কত বড় সেটা বোঝা যায় বর্তমান র‍্যাঙ্কিংয়ে নজর দিলে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার এখন রশিদ খান। আফগান লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৭৩৬। ক্যারিয়ারে সর্বোচ্চ ৮১৬ পয়েন্ট পাওয়া রশিদ অবশ্য সর্বকালের সেরাদের তালিকার পাঁচে আছেন।

শীর্ষ পাঁচে পাকিস্তানের আর কেউ নেই। ৮৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আরেক লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। এই ওয়েস্ট ইন্ডিয়ানের পর আছেন ড্যানিয়েল ভেট্টোরি। সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং ৮৫০। চারে আবারও এক উইন্ডিজ স্পিনার। ক্যারিয়ারের শুরুতে হইচই ফেলে দেওয়া সুনীল নারাইন মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেছেন রশিদকে।

এরপরই শুরু পাকিস্তানিদের জয়জয়কার। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আছেন ছয়ে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটেই তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র একজন। ৯৯ ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট পাওয়ার আফ্রিদির পয়েন্ট ৮১৪। সাতে আছেন ৭৯৫ পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। সাবেক অফ স্পিনার সাঈদ আজমল আছেন তালিকার আটে। ৬৪ ম্যাচে ৮৫ উইকেট পেয়ে ম্যাচ প্রতি উইকেটে আফ্রিদির চেয়ে এগিয়ে আজমল। কিন্তু ক্যারিয়ারে সর্বোচ্চ ৭৮৮ রেটিং পয়েন্ট তুলতে পেরেছেন শেষ দিকে বোলিং অ্যাকশন বদলাতে বাধ্য হওয়া আজমল।

বর্তমান পাকিস্তান দলের দুজন সর্বকালের সেরাদের মধ্যেও আছেন। অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে আছেন নয়ে এবং লেগ স্পিনার শাদাব খান ৭৬৯ পয়েন্ট নিয়ে আছেন দশে। মজার ব্যাপার, বর্তমান বোলারদের র‍্যাঙ্কিংয়ে এ দুজন আছেন যথাক্রমে আট ও নয়ে। তবে রেটিং পয়েন্ট সেরা সময়ের চেয়ে অনেক কম দুজনেরই। ৬৬৫ পয়েন্ট ইমাদের। আর ৬৫১ পয়েন্ট শাদাবের। বর্তমান ও সর্বকালের সেরা র‍্যাঙ্কিংয়ে মিল আছে আরও। বর্তমানে টি-টোয়েন্টির সেরার তালিকায় নেই ভারতের কোনো বোলার। সর্বকালের সেরার তালিকায়ও স্থান পাননি ভারতের কেউ।