টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন তাসকিন

তাসকিন।ফাইল ছবি: প্রথম আলো

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে এক দফা করোনা টিকা নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এক দিন পরেই তাঁরা যাবেন শ্রীলঙ্কা সফরে। এর আগে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ক্রিকেটারদের একাংশ। ক্রিকেটার ছাড়াও টিকা নিচ্ছেন জাতীয় দলের কোচ, সাপোর্ট স্টাফরা। কালও জাতীয় দলের ক্রিকেটারদের অনেকের টিকা নেওয়ার কথা।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ক্রিকেটারদের টিকাদান কর্মসূচি শুরু হয় সকাল থেকেই। তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, তাসকিন আহমেদরা আজ টিকা নেন। তামিম ও সৌম্য টিকা নিতে এসেছিলেন সস্ত্রীক।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসও আজ টিকা নিয়েছেন। গতকাল ঢাকায় এসে আজ সকালে টিকা নিতে যান জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ফিল্ডিং কোচ রায়ান কুক ছাড়া কোচিং স্টাফের বাকি সদস্যরা আজ করোনার টিকা নিয়েছেন।

টিকা নিতে যাচ্ছেন ক্রিকেটাররা।
ছবি: প্রথম আলো

আজ করোনার টিকা নেওয়ার পর জাতীয় দলের পেসার তাসকিন পুরো দেশকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সতর্ক হতে বলেছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আজ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এ রকম সুযোগ দেওয়ার জন্য। আপনাদের যেহেতু সুযোগ আছে টিকা নেওয়ার। নিজেরা যদি সচেতন না হই, এই পরিস্থিতি দিনের পর দিন খারাপ হতেই থাকবে। আমরা সচেতন থাকার চেষ্টা করছি আর আহ্বান জানাচ্ছি, আপনারাও সচেতন থাকেন। নিজে সচেতন হোন এবং দেশকে বাঁচান।’

সাধারণ জনগণকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তাসকিন বলেন, ‘সত্যি কথা বলতে, বর্তমানে করোনা পরিস্থিতিটা একটু কঠিন। এ মুহূর্তে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। আমরা সবাই মাস্ক পরছি, আপনারাও পরেন।’