জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্কে পাকিস্তানি ক্রিকেটাররা

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের একটি মুহূর্ত।ছবি: পিসিবি টুইটার

গত সেপ্টেম্বর থেকে পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট ফিরেছে। জৈব সুরক্ষা বলয় গড়ে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর। এরপর থেকে ভালোই চলছিল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। কিন্তু সম্প্রতি টুর্নামেন্টের বেশ কজন ক্রিকেটার ও কর্মকর্তাদের বিরুদ্ধে জৈবসুরক্ষা বলয় ভাঙ্গার অভিযোগ এসেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, পিসিবি দোষীদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে।

জানা গেছে, বিভিন্ন দলের বেশ কয়েকজন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গেছেন। এর মধ্যে একজন আছেন যিনি কিনা পাকিস্তান দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েও জৈবসুরক্ষা বলয় ভেঙ্গে শাস্তি পেয়েছিলেন।

তবে এর মধ্যে ক্রিকেটার ও কর্মকর্তারা নিজের খরচে করোনা পরীক্ষা করিয়েছেন। নেগেটিভ ফল না পাওয়া পর্যন্ত ক্রিকেটাররা আইসোলেশনে থাকবেন।

পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ এখন শেষ পর্যায়ে আছে। শেষ রাউন্ডের খেলা হওয়ার কথা আজই। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনাল ও রোববার হবে ফাইনাল।

এর আগে পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গিয়ে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ জৈব সুরক্ষা বলয় ভেঙ্গেছেন। গলফ খেলতে গিয়ে এক ভক্তের সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দিতে হয়েছে তাঁকে।

পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্কের মুখে পড়েছিলেন।
ছবি: এএফপি

করোনার মধ্যে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজেও একই ঘটনা ঘটিয়েছিলেন ইংলিশ পেসার জফরা আর্চার। জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে টেস্ট ম্যাচ খেলতে পারেননি তিনি। সাউদাম্পটন টেস্টের পর বলয় ভেঙ্গে আর্চার গিয়েছিলেন তাঁর বান্ধবীর বাসায়।

আর্চারের ভুলে পুরো সিরিজও বাতিল হতে পারত। এরপর তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা আর্চারের সমালোচনা করেন। পরে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হয়েছে আর্চারকে।