টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন মঈন আলী

টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন মঈন আলীফাইল ছবি, এএফপি

বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের প্রসঙ্গে মঈন আলী নাম যে শুরুতেই আসবে, ব্যাপারটা তেমন নয়। কিন্তু পরিসংখ্যানের দিক দিয়ে দুনিয়ার সেরা অলরাউন্ডারদের কাতারেই থাকবেন। ইংল্যান্ডের এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। এরই মধ্যে নিজের সিদ্ধান্তর কথা জানিয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট ও কোচ ক্রিস সিলভারউডকে।

৩৪ বছর বয়সী মঈন আলী ৬৪টি টেস্ট খেলে রান করেছেন ২ হাজার ৯১৪। গড় ২৮.২৯। অফস্পিন বোলিংয়ে তুলে নিয়েছেন ১৯৫ উইকেট। ২০১৯ সালের পর খুব বেশি টেস্ট খেলেননি। তবে সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে আবারও ইংল্যান্ড টেস্ট দলে ডাকা হয়েছিল। সে সিরিজটি অবশ্য অসম্পূর্ণ থেকে গেছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শেষ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু করোনা-সংক্রান্ত জটিলতায় সেটি আর মাঠে গড়ায়নি। ইংল্যান্ড দলের পরবর্তী টেস্ট আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে।

এ মুহূর্তে মঈন আলী চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকা মঈন থাকতে পারতেন ডিসেম্বরের অ্যাশেজের টেস্ট দলেও। কিন্তু দীর্ঘ সময় ধরে পরিবার-পরিজন থেকে দূরে থাকা ক্লান্ত মঈন আর বাইরে থাকতে চাচ্ছেন না। এ কারণেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন। মঈন টেস্ট ক্রিকেট ছাড়লেও ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটটা খেলে যেতে চান আরও কিছুদিন।

পরিবারকে সময় দেবেন বেশি মঈন
ছবি খেলা ডেস্ক

মঈন আলীর টেস্ট ক্যারিয়ারে রহস্যের কোনো শেষ নেই। কিছু পরিসংখ্যান তো তাঁর সম্পর্কে অন্যরকম ধারণাই দেয় ক্রিকেটপ্রেমীদের। তিনি ২০০০ টেস্ট রান ও ১০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম, স্যার গ্যারি সোবার্স আর ইমরান খানের চেয়েও দ্রুততম সময়ে। ইংল্যান্ডের পক্ষে টেস্ট উইকেটপ্রাপ্তির দিক দিয়ে তাঁর অবস্থান ১৬তম।

কিন্তু এমন পরিসংখ্যান যে অলরাউন্ডারের ক্যারিয়ারে দেখা গেছে, সেই তিনিই কি না টেস্ট ক্রিকেটে যাত্রাটা শেষ করতে যাচ্ছেন ৩ হাজার রান ও ২০০ উইকেটের কম নিয়ে। ৬৪ টেস্টে ২৮.২৯ গড়ে ২৯১৪ রান ও ১৯৫ উইকেট তাঁর সামর্থ্যের সঠিক বিজ্ঞাপন নয়। ক্রিকেটে মঈন থাকবেন একটা আক্ষেপ হয়েই।