ডমিঙ্গোর চোখ থাকবে ঢাকায়, ভাবনায় অস্ট্রেলিয়া

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি: প্রথম আলো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। ফাইল ছবি: প্রথম আলো
বিপিএলের সময়টায় ছুটিতে থাকবেন ডমিঙ্গো। তবে দক্ষিণ আফ্রিকায় থেকেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ার জন্য বেশ কিছু ক্রিকেটারের বিপিএল পারফরম্যান্সে চোখ রাখবেন।


টি-টোয়েন্টি দলে নতুন মুখ দেখতে চান জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডমিঙ্গো। বিসিবি প্রধান নাজমুল হাসানেরও একই ভাবনা। আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়ার জন্য বেশ কিছু ক্রিকেটারের বিপিএল পারফরম্যান্সে চোখ রাখতে চান ডমিঙ্গো। একই সঙ্গে চোখ রাখবেন তরুণ ক্রিকেটারদের দিকেও। তবে পুরো কাজটাই তিনি করবেন দক্ষিণ আফ্রিকায় বসে। বিপিএল শেষ হলে বাংলাদেশে আসবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। উইকেটে জোরে বল ফেলার মতো পেসার এই মাঠের জন্য আদর্শ।

বিপিএলে তাই তাসকিন আহমেদের মতো বোলারদের পারফরম্যান্সে নজর রাখবেন ডমিঙ্গো। প্রথম আলোকে মুঠোফোনে তিনি বলেছেন, ‘সাইফউদ্দিন, মোস্তাফিজরা তো আছেই। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যাওয়ার আগে আপনি হাতে বেশ কয়েকজন বাড়তি ক্রিকেটার রাখতে চাইবেন। অন্য পেসার যারা আছে, তারা এবারের বিপিএলে কেমন করে, সেদিকে নজর রাখব। খালেদ এখন ফিট নয়। তাসকিন ঘরোয়া ক্রিকেটে ভালো করছে। দেখতে হবে সে কেমন করে। কারণ তাঁর মতো বোলার অস্ট্রেলিয়ায় কাজে লাগবে।’

কোচ হিসেবে দায়িত্ব নিয়েই দলে লেগ স্পিনার আমিনুল ইসলামকে সুযোগ দিয়েছেন ডমিঙ্গো। তবে তিনি চান, বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারদের মধ্যে প্রতিযোগিতা বাড়ুক। তরুণ রিশাদ আহমেদ, মিনহাজুল আবেদীনরাও বিপিএলে ভালো করুক। তবে বিশ্বকাপ সামনে রেখে খুব বেশি লেগ স্পিনারকে অভিষেক করাতে চান না।

ছোট্ট ক্যারিয়ারে নজর কাড়া আমিনুলেই আস্থা প্রধান কোচের, ‘এই জায়গায় প্রতিযোগিতা হোক, সেটাই চাইব। তবে আমি আবার অনেক বেশি খেলোয়াড় অভিষেক করানোর পক্ষে না, বিশেষ করে বিশ্বকাপের আগে। যত বেশি ম্যাচ খেলিয়ে বড় আসরে নেওয়া যায়, ততই ভালো। আমিনুল এসেই ভালো করছে। তবে অনেক পথ পাড়ি দেওয়া বাকি এখনো। বিপিএলে অনেক ম্যাচ খেলবে, এখান থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করবে আশা করি।’

টি-টোয়েন্টি দলে ৬ ও ৭ নম্বরে নেমে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করার মতো ব্যাটসম্যান নেই বাংলাদেশ ক্রিকেটে। অস্ট্রেলিয়ার ফ্ল্যাট ও বাউন্সি উইকেটে শেষের দিকে বিপক্ষ দলের পেসারদের বলে দ্রুত রান তোলার মতো ব্যাটসম্যানের খোঁজে আছেন ডমিঙ্গো। মিডল অর্ডারের ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে আফিফ হোসেনকে তৈরি করা হচ্ছে ৬ ও ৭ নম্বরের ব্যাটিংয়ের জন্য। সাব্বির রহমান অনেক সুযোগ পেয়েও হয়েছেন ব্যর্থ। তবু কোচের নজরে আছেন তিনি। তরুণ ইয়াসির আলী কেমন করেন বিপিএলে, দেখতে চান ডমিঙ্গো।

এ ছাড়া তামিম ইকবাল দলে ফিরলে সৌম্য সরকারকে লোয়ার অর্ডারে খেলিয়ে দেখতে চান ডমিঙ্গো। পাকিস্তানের বিপক্ষে আগামী টি-টোয়েন্টি সিরিজেই এই পরীক্ষা করতে চান কোচ, ‘হয়তো ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন আনব। সৌম্য এই দায়িত্বটা পালন করতে পারে। সে যেকোনো জায়গায় ব্যাট করার সামর্থ্য রাখে। টপ অর্ডারে ব্যাট করতে পারে, আবার নিচেও। তামিম ফিরলে হয়তো ব্যাটিং অর্ডারে একটু পরিবর্তন আনার চেষ্টা করব। পাকিস্তানের বিপক্ষে আগামী সিরিজে হয়তো এমন কিছুই করব।’