ঢাকায় কোয়ারেন্টিনে কী করছেন মিচেল স্টার্ক

অস্ট্রেলিয়া দলের হয়ে ঢাকায় এসেছেন মিচেল স্টার্ক
ছবি: ইনস্টগ্রাম

করোনাকালের ক্রিকেট মানেই কোয়ারেন্টিন, দফায় দফায় করোনা পরীক্ষা, দর্শকহীন মাঠে খেলা। গত এক বছরে ক্রিকেটাররা এতে প্রায় অভ্যস্ত হয়ে গেছেন।

কোয়ারেন্টিনে অলস সময়টা কাটানোর নানা উপায় এখন ক্রিকেটারদের জানা।
কাল ঢাকায় পা রাখা অস্ট্রেলিয়া দলের ফাস্ট বোলার মিচেল স্টার্কের কোয়ারেন্টিনও সম্ভবত খারাপ কাটছে না। তিনি সময়টা যে কাটাচ্ছেন টোকিও অলিম্পিকে নিজের ভাই ব্র্যান্ডন স্টার্কের পারফরম্যান্স দেখে।

স্টার্কের ভাই ব্র্যান্ডন অ্যাথলেট, তা কমবেশি সবারই জানা। আজ টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের প্রথম দিনে বাছাইপর্ব পার করেছেন হাই জাম্পার ব্র্যান্ডন। আগামী রোববারের ফাইনালের জন্য ১৩ জন অ্যাথলেটের ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছেন এই অস্ট্রেলিয়ান হাই জাম্পার।

ঢাকায় বসে নিজের আইপ্যাডে ভাইয়ের পারফরম্যান্স দেখছিলেন স্টার্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ডনের ছবি পোস্ট করে স্টার্ক লিখেছেন, ‘আইসোলেশনে সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে ব্র্যান্ডনকে অলিম্পিকে দেখা। যাও তাদের হারিয়ে দাও!’

বাংলাদেশ সফরে এসে তিন দিন ‘রুম কোয়ারেন্টিন’ করবে অস্ট্রেলিয়া দল। আজ কোয়ারেন্টিনের দ্বিতীয় দিন। সব ঠিক থাকলে পরশু থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে অস্ট্রেলিয়া।

গতকাল জিম্বাবুয়ে থেকে সফল সিরিজ শেষে দেশে ফেরা বাংলাদেশ দলও একই করোনানীতি মানছে। তিন দিনের কোয়ারেন্টিন শেষে সাকিবরাও প্রথম অনুশীলন করবেন পরশু থেকে। দুই দলই আছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

আগামী ৩ আগস্ট পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সব খেলাই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।