তামিম–মুশফিকদের দায়িত্ব ম্যাকমিলানের হাতেই

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান।
ফাইল ছবি

নিল ম্যাকেঞ্জির জায়গাটা শেষ পর্যন্ত ক্রেগ ম্যাকমিলানই নিচ্ছেন। ম্যাকেঞ্জির বিদায়ের পর বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কিছুদিন ধরে তাঁর নামই ঘুরেফিরে আসছিল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাবেক কিউই ব্যাটসম্যানকে তামিম-মুশফিকদের ব্যাটিং বিভাগ দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে শুধু টেস্টই খেলবে বলে ম্যাকমিলানকে শুধু লাল বলেই কাজ করতে হবে। শ্রীলঙ্কা সিরিজের পর কী হবে, সেটি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান প্রথম আলোকে বললেন, ‘শ্রীলঙ্কা সফরে আমরা ম্যাকমিলানকে দেখব। এরপর আমরা এ ব্যাপারে ভাবব। হাতে অনেক সময় আছে। তবে এই মুহূর্তে শুধু এক সফরের জন্যই তাঁকে নেওয়া হয়েছে।’

বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন নিল ম্যাকেঞ্জি।
ফাইল ছবি

৪৩ বছর বয়সী সাবেক কিউই ব্যাটসম্যান ম্যাকমিলান ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রান করেছেন ৮০০০। অবসরের পর পেশা হিসেবে বেছে নিয়েছেন কোচিং। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি কাজ করেছেন নিউজিল্যান্ড দলের ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে। এ ছাড়া ক্যান্টারবেরি, মিলডসেক্স ও আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবেও কাজ করেছেন ম্যাকমিলান।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে।