তামিমের ‘নেট বোলার’ থেকে তামিমের হাত ধরেই অভিষেক

আজ অভিষেক হয়েছে হাসান মাহমুদের।ছবি: শামসুল হক

তখনো জাতীয় দলের ধারেকাছে নেই হাসান মাহমুদ। হাই পারফরম্যান্স দলের বোলার তিনি। কিন্তু চোটের কারণে সারা বছর তাঁর কাটত পুনর্বাসনেই। একটু সুস্থ হলে টুকটাক বোলিং করতেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। আর হাসান যখনই বোলিং করতেন, নেটের ওপাশে থাকতেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তরুণ হাসানের মধ্যে নিশ্চয়ই তিনি কিছু দেখেছিলেন, যার কারণে হাসানকে নিয়েই নিজের প্রস্তুতি সারতেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান! আজ সেই তামিমের হাত থেকেই হাসান পেয়েছেন ওয়ানডে ক্যাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২১ বছর বয়সী হাসানের নতুন যাত্রা।

এর আগে দেশের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা হাসানের অভিষেকটা অবশ্য প্রত্যাশিত ছিল। জাতীয় দলের ক্যাম্পে প্রায় প্রতিদিনই আলো ছড়িয়েছেন তিনি। তবে প্রথম ম্যাচে অভিষেকের পেছনে কিছুটা হলেও ভাগ্যের হাত আছে। মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। চোট থেকে পুরোপুরি শঙ্কামুক্ত না থাকায় সাইফউদ্দিনকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ। এ ছাড়া নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসানের ওয়ানডে একাদশে ফেরাটা প্রত্যাশিত ছিল।

অধিনায়ক তামিমের কাছ থেকেই অভিষেকের ক্যাপটা বুঝে পেয়েছেন হাসান।
ছবি: প্রথম আলো

ব্যাটিং অর্ডারে সাকিবকে অবশ্য জায়গা ছাড়তে হচ্ছে নতুন তরুণ নাজমুল হোসেনের কাছে। গত মার্চে বাংলাদেশের সর্বশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুল ছিলেন বাংলাদেশের তিন নম্বর ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই জায়গায় নাজমুলকে দেখা যাওয়ার কথা।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো কাউকে দু-এক দিন ম্যাচের জন্য সুযোগ দিয়ে ছুড়ে ফেলতে চান না। সুযোগটা লম্বা সময়ের জন্যই দিতে চান তিনি। বড় টুর্নামেন্টের আগে তরুণদের যথেষ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়াই মূল লক্ষ্য।

আজ ম্যাচ শুরুর আগে অধিনায়ক তামিমও তরুণদের নিয়ে একই কথা বলছিলেন, ‘আমাদের দলে অনেক তরুণ আছে। আমাদের তাদের সর্বোচ্চ সুযোগ দিতে হবে ভালো করার। বড় সিরিজের জন্য তাদের প্রস্তুত করতে হবে।’ একই সঙ্গে ওয়ানডে সুপার লিগের পয়েন্টও জয় করতে চান তামিম, ‘এই ম্যাচগুলো ওয়ানডে লিগের ম্যাচ। আমাদের যতটা সম্ভব পয়েন্ট নিতে হবে।’

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।