তামিম-লিটনের পর সৌম্য, বাংলাদেশ ২০০

৫ ছক্কায় মিরপুরে ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। ছবি: শামসুল হক
৫ ছক্কায় মিরপুরে ঝড় তুলেছিলেন সৌম্য সরকার। ছবি: শামসুল হক
>মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান তুলেছে বাংলাদেশ

ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন লিটন দাস। ‘সেখান থেকে’ বলতে সিলেটের শেষ ওয়ানডে। জিম্বাবুইয়ান বোলারদের চোখের জল, নাকের জল এক করে লিটন সেদিন করেছিলেন ১৭৬—৫০ ওভারের ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিটনের ব্যাটে দেখা গেল সে ঝড়টাই।

৩৯ বলে ৫৯ রান করে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে মিরপুরের দর্শকদেরও কিন্তু ভালোই আনন্দ দিয়েছেন লিটন। তাঁর সঙ্গী তামিমও কম যাননি। ৩৩ বলে ৪১ রানে ফিরলেও ওয়ানডে অধিনায়কত্ব পাওয়াটা বেশ উদ্‌যাপনই করছিলেন তিনি। এ দুজন আজ ছুঁয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ওপেনিং জুটির রেকর্ড। তাঁদের গড়ে যাওয়া ৯২ রানের ওপেনিং জুটি আর সৌম্য সরকারের ৩২ বলে ৬২ রানে স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ তুলেছে বাংলাদেশ। এটি টি–টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

তামিম-লিটনের ব্যাটনটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সৌম্য সরকার। অসাধারণ একটা ইনিংস খেলেছেন তিনি। ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় সাজানো এই ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। লিটন আর তামিমের ওপেনিং জুটির পর সৌম্য মুশফিককে সঙ্গে নিয়ে প্রথমে যোগ করেন ৪১ রান। কিন্তু মুশফিক ৮ বলে ২ ছক্কা মেরে ১৭ রান করে ফিরলে অধিনায়ক মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে আরও ৫৪ রান যোগ করেন তিনি। মাহমুদউল্লাহ শেষ অবধি সৌম্যকে সঙ্গ দিয়েছেন ৯ বলে ১৪ রান করে। বাংলাদেশের পুরো ইনিংসে আজ ছক্কা হয়েছে ১২টি। এটি নিজেদেরই ছক্কার রেকর্ড নতুন করে ছোঁয়া। ২০১৭ সালে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১২ ছক্কা মেরেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবাই স্বাভাবিকভাবেই আজ ছিলেন খরচে। একটি করে উইকেট নিয়েছেন ক্রিস্টোফার এমপফু, সিকান্দার রাজা ও ওয়েসলি মাধেভেরে।