তিন ম্যাচ দিয়ে অধিনায়ক তামিমের বিচার করবেন না কোচ

তামিম ইকবালের অধিনায়কত্ব বিশ্লেষণ করেছেন রাসেল ডমিঙ্গো।ছবি: প্রথম আলো

বিসিবি প্রেসিডেন্টস কাপটা দিয়ে নিজের অধিনায়কত্ব পরখ করে নেওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক কিংবা ব্যক্তিগত পারফরম্যান্সে সিরিজটা যে তাঁর ভালো যায়নি, সেটি তামিম একাদশের ফল দেখেই বোঝা যাচ্ছে।

সিরিজের চারটি ম্যাচের তিনটিই হেরেছে তামিমের দল। কাল মিরপুরে নাজমুল একাদশের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে জিততে জিততেও হেরেছেন তামিমেরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছেন তামিম। সর্বশেষ ম্যাচে অবশ্য ফিফটি পেয়েছেন, তবে দেশের সেরা ওপেনার হিসেবে তাঁর কাছে প্রত্যাশাটা আরও বেশিই ছিল।

সংবাদমাধ্যম যেন খেলোয়াড়দের আরেকটু সমর্থন দেয়, দশ দিনের ক্রিকেট দেখেই তাদের পারফরম্যান্স নিয়ে যেন নিষ্ঠুর সমালোচনা না করা হয়।
রাসেল ডমিঙ্গো, প্রধান কোচ, জাতীয় ক্রিকেট দল

এ বছর লম্বা মেয়াদে ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার পর করোনাবাধায় তামিমের অধিনায়কত্ব দেখার সুযোগ করে দিয়েছিল বিসিবি প্রেসিডেন্টস কাপ। সেখানে কেমন করলেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক? প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, ‘সামনে এগিয়ে যেতে কোন ধরনের অধিনায়কত্ব সে করতে চায়, দলের নেতৃত্ব নিয়ে তামিমের সঙ্গে আমার খুব ভালো আলোচনা হয়েছে। এখনো আমাদের কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে। তিন ম্যাচ দিয়েই তাকে বিচার করা কঠিন। (সিরিজে) সে এমন কয়েকজন বোলার ব্যবহার করেছে যাদের ঠিকমতো চেনে না। এমন ব্যাটসম্যান নিয়ে খেলেছে যাদের সঙ্গে আগে কখনো খেলেনি।’

ডমিঙ্গোর আশা, অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ভবিষ্যতে ভালো করবেন বাঁহাতি ওপেনার, ‘সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। খেলাটা খুব ভালো বোঝে। খেলোয়াড়েরা তাকে অনেক সম্মান করে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে সে দলের খুব ভালো নেতা হয়ে উঠবে।’

টুর্নামেন্টের শেষ ম্যাচে ফিফটি করেছেন তামিম।
ছবি: প্রথম আলো

তামিম তারকা ব্যাটসম্যান বলেই তাঁর ব্যর্থতা নিয়ে বেশি কথা হচ্ছে। আলোচনা হচ্ছে তাঁর নেতৃত্ব নিয়েও। বিসিবি প্রেসিডেন্টস কাপে আসলে বেশির ভাগ ওপেনার কিংবা টপ অর্ডার ব্যাটসম্যানই ধারাবাহিক ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার কারণ বিশ্লেষণে লম্বা বিরতিকে সামনে আনছেন প্রধান কোচ, ‘অনেক দিন তারা প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। কোনো সন্দেহ নেই এরাই ভালো করবে। ধারাবাহিক ব্যর্থ বলাটা ঠিক হবে না। মাত্রই ছয়-সাত মাস আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা ৩৪০ রান করেছি। লিটন ১৮০ করেছে। তামিম দুটো সেঞ্চুরি পেয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড়েরা ম্যাচ খেলতে পারছে। পারফরম্যান্স এখানে গুরুত্বপূর্ণ নয়।’

তিন দলের সিরিজে টপ অর্ডার ব্যাটসম্যানদের মলিন পারফরম্যান্সকে কাঠগড়ায় তুলতে কিছুতেই রাজি নন ডমিঙ্গো, ‘সংবাদমাধ্যম শুধু জয় দেখতে চায়, সব সময় ভালো পারফরম্যান্স দেখতে চায়। ছেলেরা যেহেতু ছয়-সাত মাস খেলার বাইরে ছিল, এই চাওয়াটা তাই বাস্তবসম্মত নয়। খুব করে চাইব সংবাদমাধ্যম যেন খেলোয়াড়দের আরেকটু সমর্থন দেয়, দশ দিনের ক্রিকেট দেখেই তাদের পারফরম্যান্স নিয়ে যেন নিষ্ঠুর সমালোচনা না করা হয়। ওদের আরেকটু স্বস্তিতে খেলার সুযোগ করে দিলে ভালো হয়।’