দল জিতিয়েই জবাব দিলেন কোহলি

ফর্মে ফিরেই দল জেতালেন কোহলি।ছবি: আইপিএল

শুধু ১০টা বল ঠিকভাবে খেলার অপেক্ষা, তাহলেই নাকি ফিরবেন বিরাট কোহলি। সাবেক ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা এমন আশাই দেখিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের। সে কথা এত দ্রুত সত্যি হয়ে যাবে, সেটা মনে হয় না ওঝা নিজেও আশা করেননি। দুর্দান্ত এক অপরাজিত ইনিংসে আজ দল জিতিয়েই সব সমালোচনার জবাব দিয়েছেন কোহলি।

আবুধাবির উইকেটের ১৫৫ রানের লক্ষ্য পেয়েছিল বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের বোলিং লাইনআপ এ উইকেটে কঠিন পরীক্ষা নিতে পারত কোহলিদের। কিন্তু টানা তিন ম্যাচ ব্যর্থ কোহলি যে ফর্মে ফেরার দিন হিসেবে এ ম্যাচকেই বেছে নিয়েছেন। ৫৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭২ রানের অপরাজিত ইনিংসে ৫ বল বাকি থাকতে এনে দিয়েছেন ৮ উইকেটের জয়।

তাড়া করতে নেমে সব কাজ কোহলি একাই করেছেন, এটা বলা ভুল হবে। কোহলি আজই ফর্মে ফিরেছেন, তবে দেবদূত পাড়িক্কাল টুর্নামেন্টের শুরু থেকেই আছেন ভালো ফর্মে। রাজস্থানের সেরা বোলার জফরা আর্চারের বলে বোল্ড হওয়ার আগে ৪৫ বলে করেছেন ৬৩ রান। ছয়টি চারের সঙ্গে একটা ছক্কাও ছিল তাঁর ইনিংসে। কিন্তু নিজের ইনিংস নয়, পাড়িক্কাল ব্যস্ত কোহলির ব্যাটিং নিয়ে, ‘কোহলির সঙ্গে ব্যাট করার অনুভূতি অন্যরকম। ছোটবেলা থেকেই ঘরে তাঁর কত খেলা দেখেছি। আর এখন তাঁর সঙ্গে ব্যাট করতে পারাটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমাকে উনি ভালো খেলতে বাধ্য করেছেন। ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, ক্র্যাম্প হচ্ছিল, কিন্তু উনি আমাকে বাধ্য করেছেন খেলা চালিয়ে যেতে। বলেছেন, দলের জয় নিশ্চিত করে আসতে হবে। উনি নিজে এভাবেই ব্যাট করেন, আমাকে দিয়েও সেটা করাতে চেয়েছেন।’

আবুধাবিতে আজ রান করাটা কঠিন ছিল। বেশ গরম পড়েছে, আগে ফিল্ডিং করার পর তাই দ্রুত ক্লান্ত হচ্ছিলেন ব্যাটসম্যানরা। তবে কোহলির ব্যাটিং দেখে সেটা বোঝা যায়নি। এটাও বোঝা যায়নি এ ইনিংসের আগে তিন ম্যাচে তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ৬! তৃতীয় ওভারে ফিঞ্চ আউট হওয়ার পর নেমেছিলেন। ১২.২ ওভার স্থায়ী দ্বিতীয় উইকেট জুটিতে ৯৯ রানের জুটি গড়েছেন পাড়িক্কালের সঙ্গে। স্বাভাবিকভাবেই কোহলি ছিলেন এগিয়ে। জুটিতে ৪৩ বলে ৫০ রান তাঁর। তবে কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ হলেও খুব একটা কম যাননি ২০ বছর বয়সী ওপেনারও। সমান তালে পাল্লা দিয়ে ৩৭ বলে ৪৬ রান করেছেন জুটিতে। ১২৪ রানে পাড়িক্কালের বিদায়ের পরও রাজস্থান ম্যাচে ফিরতে পারেনি। এবি ডি ভিলিয়ার্সকে (১২*) নিয়ে ম্যাচ শেষ করে তবেই এসেছেন কোহলি।

দলের দুই পয়েন্ট নিশ্চিত করতে পেরেই খুশি কোহলি। তবে নিজের ফর্মে ফেরা নিয়েও মুখ খুলেছেন তিনি। ম্যাচ শেষে স্বস্তির কথা শোনালেন বেঙ্গালুরু অধিনায়ক, ‘এটা মজার এক খেলা, অসাধারণ খেলা। আমি জসকে (বাটলার) বলছিলাম এ খেলাটাকে কত ভালোবাসি এবং কতটা ঘৃণা করি। এটা (বাজে ফর্ম) নিজেকেই বুঝতে হয়, তবে দল ভালো করলে নিজে ভালো করার জন্য সময় পাওয়া যায়। ’

দারুণ খেলেছেন পাড়িক্কালও।
ছবি: আইপিএল

প্রথম ইনিংসে অবশ্য বাটলার ক্রিকেটের উল্টো দিকটা টের পেয়েছেন। দারুণ শুরু করেছিলেন। কিন্তু তাঁর ১২ বলে ২২ রানের ইনিংস শেষ হতেই ধস নামে রাজস্থানের ইনিংসে। ৩১ রানে ৩ উইকেট হারানো দলের ইনিংস আর গতি পায়নি। ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলকে লড়াকু স্কোর এনে দেন গত ম্যাচের নায়ক রাহুল তেওয়াতিয়া ও আর্চার। ১২ বলে ২৪ করা তেওয়াতিয়া ও আর্চার (১৬*) শেষ ২০ বলে ৪০ রান এনে দিয়েছিলেন।