দলকে পথ দেখাও—ধোনিকে গাভাস্কার

চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।ছবি: টুইটার

মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস যেন একই সুতোয় গাঁথা। ধোনি যেবার ফর্মে থাকেন, চেন্নাইকে আটকানোর সাধ্য থাকে না কারও।

ধোনির ফর্ম পড়ে গেলে ভোগে চেন্নাইও। যার সবচেয়ে বড় উদাহরণ গত মৌসুমে। সেবার ব্যাট হাতে ধোনি ছিলেন একেবারেই অচেনা। দলের প্রয়োজনে বছরের পর বছর ধরে যাঁর ব্যাট সর্বগ্রাসী, গতবার সেই আগ্রাসনের ছিটেফোঁটাও দেখা যায়নি।

সে কারণেই ভুগেছে চেন্নাই। ইতিহাসে প্রথমবারের মতো প্লে-অফের আগেই বাদ পড়েছিল দলটা। গতবার যেখান থেকে শেষ করেছিল, এবার যেন সেখান থেকেই শুরু করেছে চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেছে সাত উইকেটে।

গত এক-দেড় বছরের ধারা বজায় রেখে ধোনিভক্তরা চিন্তিত প্রিয় ক্রিকেটারের ব্যাটিং ফর্ম নিয়ে। মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রাইড়ু, স্যাম কারেন, রবীন্দ্র জাদেজার ব্যাট আলো ছড়ালেও দুই বলে রানের খাতা না খুলেই বোল্ড হয়ে ফিরে গেছেন অধিনায়ক ধোনি।

পেসার আবেশ খানের উঁচু হয়ে আসা বল পুল করতে গিয়ে দৃষ্টিকটুভাবে বোল্ড হয়েছেন তিনি। ব্যাট হাতে ধোনির এই সংগ্রাম দেখে সমাধান নিয়ে এগিয়ে এসেছেন ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

গাভাস্কারের মতে, ধোনিকে আরও ওপরে ব্যাট করতে হবে। সেদিন সাত নম্বরে নেমেছিলেন চেন্নাই অধিনায়ক। হয়তো ভেবেছিলেন, আদর্শ ফিনিশারের মতো ইনিংসের শেষ দিকে টপাটপ কিছু রান তুলে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবেন। কিন্তু সে গুড়ে বালি। ২০১৫ সালের পর প্রথমবারের মতো খালি হাতে প্যাভিলিয়নে ফিরেছেন ধোনি। ধোনির কাজ পরে করতে হয় ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকে।

ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
ছবি: টুইটার

চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার নিয়েই আরও বেশি চিন্তা ভাবনা করার সুযোগ আছে বলে মনে করছেন গাভাস্কার, ‘আমার মনে হয়, চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার নিয়ে ধোনিকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ও এখন হয়তো চিন্তা করে ইনিংসের শেষ চার-পাঁচ ওভারে ব্যাট করলেই হবে ওর। কিন্তু আমার মনে হয়, ও এমন একজন ব্যাটসম্যান, যার উচিত দলকে বেশি সময় ধরে সাহায্য করা।’

দিল্লির বিপক্ষে স্যাম কারেন বেশ কার্যকরী ইনিংস খেলেছেন। ১৫ বলে করেছেন ৩৪। গাভাস্কারের মতে, ধোনির উচিত কারেনকে আরও ওপরে ব্যাট করতে দেওয়া, ‘ওর দলে অনেক খেলোয়াড় আছে যারা অনেক তরুণ, বয়স বেশি না। অনভিজ্ঞ। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বিবেচনা করলে স্যাম কারেনও অত অভিজ্ঞ না। সে কিন্তু ঠিকই ভালো ব্যাট করেছে। তিন বা চার নম্বরে উচিত ওকে ব্যাট করানো।’

তবে শুধু কারেনই নয়, গাভাস্কার মনে করেন নিজের ব্যাটিং অর্ডার নিয়েও চিন্তা করা উচিত ধোনির, ‘শুধু কারেন নয়, ধোনির নিজেরও উচিত আরও আগে ব্যাট করতে নামা। কারণ, আগে নামলে সে খেলার গতিপথ নিয়ন্ত্রণ করতে পারবে। আজ সে দুই বল খেলেই আউট হয়ে গেছে। আমার মনে হয়, ওর পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে নামা উচিত। পথ দেখানো উচিত সতীর্থদের।’

ধোনি কি আগামী ম্যাচ থেকে সতীর্থদের সেই ‘পথ’ দেখাতে পারবেন?