দুই ক্যাচ ফেলার পর ১২ লাখ রুপি জরিমানাও দিচ্ছেন কোহলি

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি।ছবি: বিসিসিআই

গতকাল দিনটা মনে রাখতে চাইবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। কাল দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কোহলির দল হেরেছে ৯৭ রানে। কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। ফিল্ডিংয়ে আবার প্রতিপক্ষ দলের অধিনায়ক লোকেশ রাহুলের ক্যাচ ফেলেছেন দুই দুইবার। এরপর আবার ম্যাচ শেষে স্লো ওভার রেটের জন্য গুনতে হয়েছে ১২ লাখ রুপি।

আইপিএল ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। এটা এবারের মৌসুমে তাঁর দলের প্রথম ভুল। তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হচ্ছে।’

এবারের আইপিএলটাও এখন পর্যন্ত ভালো যাচ্ছে না কোহলির। প্রথম ম্যাচে করেছেন ১৪ রান, দ্বিতীয় ম্যাচে ১ রান। তার ওপর নতুন বিতর্ক শুরু হয়েছে। ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার কোহলির ব্যাটিং নিয়ে কটূক্তি করতে গিয়ে অরুচিকরভাবে কোহলির স্ত্রী ও অভিনেত্রী আনুশকা শর্মাকে টেনে এনেছেন। আনুশকা আবার বসে থাকেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া জবাব দিয়েছেন গাভাস্কারকে।

সে প্রসঙ্গে এখন পর্যন্ত কোহলির কোনো মন্তব্য শোনা না গেলেও কাল পাঞ্জাবের বিপক্ষে হারের পর পুরো দোষটা নিজের ঘাড়েই নিলেন তিনি, ‘আমাকে এগিয়ে আসতে হবে। সমালোচনাটাও আমাকে নিতে হবে। অফিসে সেরা সময় কাটেনি আজ।’

পাঞ্জাবের ম্যাচে রাহুলের ক্যাচ ফেলা নিয়ে কোহলি বলছিলেন, ‘ রাহুলকে আউট করার দুটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছি। সে তখন উইকেটে থিতু হয়েছিল। এরপর সে শেষের ওভারগুলোতে ৩৫-৪০ রান যোগ করেছে। আমরা হয়তো ওদের ১৮০ রানের মধ্যে রাখতে পারতাম। তাহলে প্রথম বল থেকেই চাপে থাকতাম না। আমরা জানি আমাদের কী ভুল হয়েছে এবং আমাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হতো।’

কোহলির সামনের পথটাও সহজ না। ব্যাটিং শক্তির দল বেঙ্গালুরু প্রথম দুই ম্যাচ নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। প্রথম ম্যাচে জিতলেও তাতে নিজেদের কৃতিত্বের চেয়ে সানরাইজার্স হায়দরাবাদের ভুল বেশি ছিল। পরের ম্যাচে অলআউট ১০৯ রানে। বোলিং আক্রমণের পুরোনো ভূতও যেন থলে থেকে বেরিয়ে এল। পাঞ্জাবের রাহুল কাল শেষ চার ওভারে ৭৮ রান যোগ করেছেন। বেঙ্গালুরুর ডেথ ওভারের বোলিংয়ের সমস্যাটা তো নতুন না। কাল পাঞ্জাব সেই পুরোনো দুর্বলতায় আবার আঘাত করল। টুর্নামেন্টের শুরুতেই নানা দুশ্চিন্তা নিয়ে ভাবতে হচ্ছে কোহলিকে।