দুই দিনের মধ্যে দুই প্রিয়জন হারালেন সাকিব

মাঠ ও মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না সাকিবেরছবি: প্রথম আলো

মারাত্মক অসুস্থ শ্বশুরের পাশে থাকতে জরুরি ভিত্তিতে কাল গভীর রাতে যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছিলেন সাকিব আল হাসান। দুর্ভাগ্য তাঁর, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই পেলেন দুঃসংবাদ।

সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) পৃথিবী ছেড়ে চলে গেছেন আজ দুপুরে।

সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলা সাকিবকে তাই টুর্নামেন্টের ফাইনালের আগে বাধ্য হয়েই ছুটতে হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু তাঁর পৌঁছানোর আগেই মারা গেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।

প্রয়াত মমতাজ আহমেদের বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তাঁর মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেওয়া হবে সিদ্ধান্ত। শ্বশুরের মৃত্যুর দুই দিন আগে সাকিব পেয়েছেন আরেক দুঃসংবাদ।

গত সোমবার মারা যান তাঁর ফুফা ওমর আলী (৬৬)। তাঁকে দাফন করা হয়েছে মাগুরায়।

অসুস্থ শ্বশুরের পাশে থাকতে যুক্তরাস্ট্রে ছুটে গিয়েছিলেন সাকিব
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু টি–টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সাকিবের অবশ্য মাঠের পারফরম্যান্সে এখনো ছন্দ খুঁজে পাননি।

খুলনার হয়ে ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন ১১০ রান আর নিয়ছেন ৬ উইকেট। নিজে ভালো করতে না পারলেও তাঁর দল উঠেছে টুর্নামেন্টের ফাইনালে।

কিন্তু সেই ফাইনালে আর তাঁর খেলা হলো না। মাঠের বাইরেও পেলেন দুটি বড় দুঃসংবাদ।