দেশে ফিরলেন রুমানা–নিগাররা, করতে হবে কোয়ারেন্টিন

বিমানবন্দরে নারী ক্রিকেট দলছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের অমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় বাতিল করা হয় জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব।

এরপর থেকেই শুরু হয় নিগার-রুমানাদের দেশে ফেরানোর চেষ্টা। অবশেষে আজ দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ দুপুরের আগেই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন নিগার-রুমানারা।

বিসিবির পাঠানো ভিডিওতে নারী ক্রিকেট দলকে বিমানবন্দরের গেট দিয়ে বের হতে দেখা যায়। বিমানবন্দরেই এক পশলা ফটোসেশন করেছে দল।

২০২২ বিশ্বকাপে খেলবে নারী ক্রিকেট দল
ফাইল ছবি

বিসিবি এর আগে জানিয়েছে,দেশে ফেরার পর পুরো দলকে ৫ থেকে ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। সে জন্য হোটেলও খোঁজা হচ্ছে। বাছাইপর্ব বাতিল হলেও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী দল।

জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পথে আগে ওমানে পৌঁছায় নারী দল। সেখান থেকে ফ্লাইট পেতে দেরি হওয়ায় কাল নির্ধারিত সময়ে ক্রিকেটাররা দেশে ফিরতে পারেননি।

বিশ্বকাপ ক্রিকেট বাছাইপর্বে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নারী দলকে হারায় বাংলাদেশ। থাইল্যান্ডের মেয়েদের কাছে ডি/এল নিয়মে হেরে যান রুমানারা।