ধর্ষণে সংশ্লিষ্টতা নয়, আচরণবিধি ভাঙার জন্য গুনাতিলকা নিষিদ্ধ

দানুশকা গুনাতিলকা। ছবি: এএফপি
দানুশকা গুনাতিলকা। ছবি: এএফপি
ধর্ষণে জড়িত থাকার অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুশকা গুনাতিলকার বিপক্ষে। পুলিশ জানিয়েছে, গুনাতিলকা সরাসরি জড়িত নয়। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) শাস্তি থেকে তিনি রেহাই পাননি। গুনাতিলকাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছে এসএলসি


সিরিজ জয় নিশ্চিতের আগেই দানুশকা গুনাতিলকাকে সাময়িক নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তখন অসদাচরণকে কারণ দেখানো হলেও তাঁর বিপক্ষে ধর্ষণে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে লঙ্কান এ ব্যাটসম্যান সরাসরি জড়িত নয় বলে আগেই জানিয়েছে পুলিশ। তাই বলে বোর্ডের শাস্তি গুনাতিলকা এড়াতে পারেননি। আচরণবিধি ও চুক্তির নিয়ম ভাঙার দায়ে তাঁকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এসএলসি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন আচরণবিধি ভেঙেছিলেন গুনাতিলকা। নিয়ম অনুযায়ী খেলোয়াড় ম্যাচ চলাকালে মধ্যরাতের মধ্যে কক্ষে থাকবেন এবং অতিথি আনতে পারবেন না। কিন্তু ২৭ বছর বয়সী এ ব্যাটসম্যান দুটি নিয়মই ভেঙেছেন। হোটেলকক্ষে এক নরওয়েজিয়ান নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগ গুনাতিলকার বন্ধুর বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, যে হোটেল কক্ষে নির্যাতনের শিকার হয়েছেন সেই নারী, সেখানে গুনাতিলকা উপস্থিত ছিলেন। গুনাতিলকার সেই বন্ধুকে লঙ্কান পুলিশ পাকড়াও করেছে।

শুধু ছয় ম্যাচের নিষেধাজ্ঞা নয় দ্বিতীয় টেস্টে কোনো ম্যাচ ফি-ও পাবেন না গুনাতিলকা। এসএলসির বিবৃতি, ‘এর পাশাপাশি কোনো বোনাসও দেওয়া হবে না।’ গত বছর আচরণবিধি ভাঙার দায়ে তাঁকে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হলেও তা পরে তিন ম্যাচে নামিয়ে আনা হয়। সেই তিন ম্যাচ আর বর্তমান চুক্তির নিয়ম ভাঙার জন্য আরও তিন ম্যাচ নিষিদ্ধ হলেন গুনাতিলকা। এ ছাড়া গত বছরের সেই শাস্তির সময় তাঁর বার্ষিক চুক্তি ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল।