ধোনির অবসর রোনালদোর ফুটবল ছাড়ার মতোই হবে

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ধোনি। ছবি: রয়টার্স
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ধোনি। ছবি: রয়টার্স

হ্যাশট্যাগ দিয়ে লেখা ধোনির অবসর! গত বুধবার হঠাৎ টুইটারে নতুন এই ট্রেন্ডটা ছড়িয়ে পড়ে। কত কান্ডই না হলো তা নিয়ে! 

হঠাৎ গুঞ্জন শুরু হয়ে যায়, তবে কী অবসর নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি! ভারতের সাবেক অধিনায়কের ক্যারিয়ারের দারুণ অনেক মুহূর্তের ভিডিও দিয়ে তাঁকে ভালোবাসাও জানাতে থাকেন ভক্তরা। ধোনির স্ত্রী স্বাক্ষী পরে সে গুঞ্জন উড়িয়ে দিয়ে টুইট করে যাঁরা গুঞ্জন ছড়াচ্ছেন তাঁদের একহাত নেন। কিছুক্ষণ পর অবশ্য টুইটটি মুছেও দেন স্বাক্ষী।
কিন্তু ধোনির অবসর নিয়ে কথা তো থামে না। এবার সেটি নিয়ে কথা বলেছেন সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসার। ক্রিকেটে ধোনির জনপ্রিয়তা ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই জানিয়ে পানেসারের কথা, ধোনির অবসরের প্রভাব ক্রিকেটে ততটাই পড়বে, যতটা ফুটবলে পড়বে রোনালদোর অবসরের প্রভাব।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর থেকে জাতীয় দলে তো খেলেনইনি, সাধারণ্যের চোখের আড়ালেই যেন আছেন ধোনি। এবার আইপিএলে খেলার কথা ছিল তাঁর, সেটি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত দলে ফেরার চেষ্টা করবেন, এমন একটা গুঞ্জনও বাজার পেয়েছিল বেশ। কিন্তু করোনাভাইরাস এসে পুরো বিশ্বকে থমকে দিল, আইপিএলও গেল পিছিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপও পেছানোর সম্ভাবনা। ধোনির অবসরের গুঞ্জন তাই আবার চাউর!
কিন্তু পানেসার যেন তা চান না। তাঁর কথা, ধোনি অবসর নিলে ক্রিকেট অনেক ভক্ত হারাবে। ভারতীয় দৈনিক টাইমসনাউতে সাক্ষাৎকারে পানেসারের কণ্ঠে প্রথমে ধোনির প্রশংসা, ‘এমএস ধোনি ভারতের সফলতম অধিনায়ক, সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য একজন ক্রিকেটার, অসাধারণ একজন উইকেটকিপার, সব দল মিলিয়ে সেরা পাঁচ অধিনায়কের একজন। আমরা যে ক্রিকেটারদের খেলতে দেখছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা একজন।’
তারপরই এল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা, ‘ধরুন কাল যদি ক্রিস্টিয়ানো রোনালদো অবসর নিয়ে নেয় ফুটবল অনেক ভক্ত সমর্থক হারাবে। তেমনি ধোনি অবসর নিলে একইরকম প্রভাব পড়বে। ওর ভক্তের সংখ্যা তেমনই।’