নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচেই ওয়াগনার–কনওয়ে পরীক্ষায় বাংলাদেশ

২৮ ও ২৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দলছবি: বিসিবি

নিউজিল্যান্ড সফরে নিল ওয়াগনার বাংলাদেশের জন্য সব সময়ই ভীতির অপর নাম। সবুজ উইকেটে টানা বাউন্সে বাংলাদেশের ব্যাটসম্যানদের নাকাল করেছেন বাঁহাতি এ পেসার। সেই ওয়াগনারকে বাংলাদেশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে দলে রেখেছে নিউজিল্যান্ড। ২৮ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচের জন্য আজ ঘোষিত দলে ডেভন কনওয়েও আছেন।

৫৪ টেস্টে ২২৯ উইকেট নেওয়া ওয়াগনার বাংলাদেশের বিপক্ষে ৫ টেস্টে নিয়েছেন ৩৩ উইকেট। এর মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে ৪ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়াগনারকে যে এবারও ব্যবহার করবে নিউজিল্যান্ড, তা বলাই বাহুল্য। ইনস্টাগ্রামে প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণার পোস্টেও সে ইঙ্গিত দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), ‘বাংলাদেশকে আগেভাগেই নিজেদের পরখ করার সুযোগ করে দিলেন ওয়াগনার ও কনওয়ে। নিউজিল্যান্ড একাদশের হয়ে ২৮ ও ২৯ ডিসেম্বর দুই দিনের প্রস্তুতি ম্যাচে তাঁরা খেলবেন। টেস্ট সিরিজ সামনে রেখে দুই খেলোয়াড় যেন নিজেদের প্রস্তুত করতে পারেন, সে জন্য তাঁদের দলে নেওয়া হয়েছে।’

নিল ওয়াগনার সব সময়ই নিউজিল্যান্ডের মাটিতে পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের
ফাইল ছবি

৩ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে আলো কেড়েছেন কনওয়ে। ৬৩.১৬ ব্যাটিং গড়ের এ ব্যাটসম্যান গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই পেয়েছেন দ্বিশতক। সে সফরেই বার্মিংহাম টেস্টে ৮০ ও সাউদাম্পটন টেস্টে ৫৪ রানের ইনিংস খেলেন কনওয়ে। নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে কনওয়ে থাকলে নিশ্চিতভাবেই শক্তি বাড়বে স্বাগতিকদের। চোটের কারণে গত নভেম্বর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন কনওয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার হতাশায় ব্যাটের আঘাতে নিজের আঙুল ভেঙে ফেলেছিলেন তিনি। সুস্থ হওয়ার পর মুখিয়ে আছেন মাঠে ফিরতে, ‘আমি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে মরিয়া। খেলার জন্য ফিটনেস পরীক্ষাও উতরে গেছি।’ বে ওভালে ১ জানুয়ারি প্রথম টেস্টে মাঠে নামবে নিউজিল্যান্ড।

প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশ: মা’আরা আভে (সেন্ট্রাল স্ট্যাগস), জ্যাকব ভুলা (ওয়েলিংটন ফায়ারবার্ডস), জ্যাক বয়েল (ক্যান্টারবুরি), ডেভন কনওয়ে (ওয়েলিংটন ফায়ারবার্ডস), জ্যাকব কামিং (ওটাগো ভোল্টস), জোয়ি ফিল্ডস (সেন্ট্রাল স্ট্যাগস), জ্যারড ম্যাকে (ওটাগো ভোল্টস), টিম প্রিঙ্গল (নর্দান ডিস্ট্রিক্টস), ব্রেট র‌্যান্ডেল (নর্দান ডিস্ট্রিক্টস), মিচ রেনউইক (ওটাগো ভোল্টস), টিম রবিনসন (ওয়েলিংটন ফায়ারবার্ডস), নিল ওয়াগনার (নর্দান ডিস্ট্রিক্টস) ও আরও একজনকে অন্তর্ভুক্ত করা হবে।