নিজেকে সোবার্স মনে হচ্ছে অমিতাভ বচ্চনের

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ক্রিকেট অনুরাগী বলে পরিচিত বেশ আগে থেকেই। ভারতের ম্যাচগুলো নিয়ে নিয়মিতই টুইট করেন। খুদে ব্লগ সাইটে তাঁর করা পুরোনো এক টুইট নিয়ে কদিন আগে রসিকতার শিকারও হয়েছিলেন।

তবু ক্রিকেট নিয়ে নিজের বিদগ্ধ মতামত জানাতে কখনোই পিছপা হন না। নিজের শারীরিক অসুস্থতার কথা জানাতেও ক্রিকেটের শরণাপন্ন হলেন এই অভিনেতা। নিজেকে নাকি সর্বকালের সেরা অলরাউন্ডার গ্যারি সোবার্স মনে হচ্ছে তাঁর।

কদিন আগেই চোখে অস্ত্রোপচার করেছেন অমিতাভ। গতকাল রোববার সে কথা জানিয়েছিলেন ব্লগে। তবে ব্লগে নিজের সেই পোস্টে অস্ত্রোপচার করেছেন বললেও কী ধরনের অস্ত্রোপচার, কী সমস্যায় অস্ত্রোপচার করেছেন—সে ব্যাখ্যায় যাননি।

আজ ব্লগে এসে চোখে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। এ কারণে চোখে আগামী কিছুদিন দেখতে সমস্যা হবে বলে জানিয়েছেন। আর সে সুবাদেই নিজের সঙ্গে সোবার্সের মিল খুঁজে পেয়েছেন বচ্চন সিনিয়র।

আজ নিজের ব্লগে অমিতাভ আগামী কিছুদিন তাঁর লেখায় ভুলত্রুটি খুঁজে পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছেন সবাইকে।

কারণ, চোখে অস্ত্রোপচার করায় লিখতে একটু কষ্টই হচ্ছে তাঁর, ‘আমার শারীরিক অবস্থা নিয়ে সবার চিন্তা ও শুভকামনায় সবাইকে ধন্যবাদ। এই বয়সে চোখে অস্ত্রোপচার একটু জটিল এবং বেশ যত্ন নিয়ে চলতে হয়। সবচেয়ে ভালো উপায় হলো করে ফেলা এবং আশা করতে থাকা সব ঠিক হয়ে যাবে...দৃষ্টিশক্তি এবং পুনর্বাসন ধীরগতিতে এগোচ্ছে এবং বেশ কঠিন সময় যাচ্ছে। তাই যদি টাইপিংয়ে কোনো ভুল থাকে, ক্ষমা করে দেবেন।’

ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি গ্যারি সোবার্স
ফাইল ছবি: টুইটার

এরই মধ্যে ব্লগ লিখছেন অমিতাভ। ভারত দলকে নিয়ে টুইটও করছেন। কীভাবে সেটা করছেন, সেটার একটা ইঙ্গিতও দিয়েছেন ব্লগে।

আর সে সুবাদেই এসেছে সোবার্সের সঙ্গে তুলনাটি, ‘এখন নিজেকে ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সের মতো মনে হচ্ছে। একটা ঘটনার কথা মনে পড়ছে, যার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। একটি ক্রিকেট ম্যাচে খুব কঠিন এক প্রতিপক্ষের সঙ্গে খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। দল খুব ভালো অবস্থায় ছিল না এবং ম্যাচটা হারবে বলে মনে হচ্ছিল। গ্যারি সোবার্স ড্রেসিংরুমে বসে ছিলেন, এবং ভবিতব্য দেখে রামের (পানীয়) বোতল খুলে বসলেন। বেশ ভালোই পান করলেন। যখন ব্যাটিংয়ের ডাক এল, নেমে পড়লেন এবং ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি করলেন। যখন জিজ্ঞেস করা হলো, কীভাবে করেছেন সেটা? উনি বলেছিলেন যখন নামলাম, তিনটি করে বল দেখছিলাম। আমি শুধু মাঝের বলটাই মারছিলাম।’