নিলামের ‘ক্রাশ কোর্স’ করতে হয়েছে আরিয়ান–সুহানাকে
জেলে গিয়েছিলেন মাদকসংক্রান্ত মামলায়। শাহরুখপুত্র আরিয়ান খান মাঝে কিছুদিন আলোচনার কেন্দ্রে ছিলেন নেতিবাচক কারণে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। আইপিএলের নিলাম দিয়ে আবার দেখা দিলেন আরিয়ান। শনিবার নিলামের প্রথম দিনই বোন সুহানা খানের সঙ্গে দেখা গেছে তাঁকে। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দল গঠনে রাখছেন ভূমিকা। নিলামে অংশ নিতে আরিয়ান ও সুহানাকে নাকি আলাদা করেই শিখতে হয়েছে বিভিন্ন নিয়মকানুন।
শুক্রবার আইপিএলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করা হয়েছিল। প্রাক্–নিলামের বিভিন্ন বিষয় উঠে এসেছিল সেই পোস্টে। একটি ছবিতে দেখা যায়, আরিয়ান এক ব্যক্তির সঙ্গে ল্যাপটপ সামনে নিয়ে কথা বলছেন। পাশে বসে আছেন বোন সুহানা। সেখানে নাকি নিলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন আরিয়ান। দুই ভাই–বোন রীতিমতো ক্রাশ কোর্সই করছিলেন আইপিএলের নিলামসংক্রান্ত ব্যাপারে।
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম স্বত্বাধিকারী শাহরুখ খান। তাঁর সঙ্গে আছে বলিউড অভিনেত্রী জুহি চাওলার প্রতিষ্ঠানও। আইপিএল নিলামে শাহরুখপুত্র ও কন্যার সঙ্গে দেখা যায় জুহির কন্যা জাহ্নবি মেহতাকেও। দ্বিতীয় প্রজন্ম কেকেআরের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের সঙ্গে আলাপ–আলোচনা করছেন, নিজেদের মত দিচ্ছেন দল গঠনে। গত আইপিএলের নিলামেও আরিয়ান ও জাহ্নবিকে দেখা গিয়েছিল।
কাল নিলামের শুরুতে কেকেআর সবাইকে চমকে দিয়েছে শ্রেয়াশ আইয়ার ও প্যাট কামিন্সকে কিনে। আইয়ারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। ভারতীয় দলের তরুণ এ তারকাকে শেষ পর্যন্ত ১২ দশমিক ২৫ কোটিতে কিনেছে কেকেআর। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে তারা কিনেছে ৭ কোটি ২৫ লাখে।
আইপিএলে তাহলে শাহরুখ–জুহিদের জুতায় পা গলাতে চলেছেন তাঁদের সন্তানেরা!