পন্তকে ‘মোটু’ বললেন ওয়েড

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে পন্তের সঙ্গে হালকা বাতচিত হয়েছে ওয়েডের।ছবি: এএফপি

উইকেটের পেছনে ঋষভ পন্ত সব সময়ই মুখটা চালু রাখতে পছন্দ করেন। মেলবোর্ন টেস্টেও সেটির ব্যতিক্রম হচ্ছে না। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে পন্তকে বেশ রসিকতার সুরে জবাব দিয়েছেন ম্যথু ওয়েড। অস্ট্রেলীয় ওপেনার ভারতীয় উইকেটকিপারকে বলেছেন ‘মোটু’!

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে। ওয়েডের ব্যাটিং করার সময় উইকেটের পেছন থেকে অবিরত মুখ চালিয়ে যাচ্ছিলেন পন্ত। একটা পর্যায়ে বিরক্ত হয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ভারতীয় উইকেটকিপারকে প্রশ্ন করে বসলেন, ‘তোমার কি ২০-২৫, নাকি ৩০ কেজি ওজন বেশি? তুমি কি বড় পর্দায় নিজেকে দেখেছ? পর্দায় তোমাকে খুব হাস্যকর দেখায়।’

থিতু হয়ে যাওয়া ওয়েডের মনোযোগ নষ্ট করতেই হয়তো পন্তের এই কৌশল।
ছবি: টুইটার

স্টাম্প মাইক হয়ে ওয়েডের এই কথা শুনেছেন টিভিতে চোখ রাখা শত-সহস্র দর্শক। পরে ফক্স স্পোর্টসকে ওয়েড ভেঙে বলেছেন পন্তের সঙ্গে কথার লড়াইয়ের কারণ, ‘ও সব সময়ই হাসতে থাকে। খুব বেশি কিছু সে বলেনি। কিন্তু আমার দিকে তাকিয়ে শুধু হাসে। জানি না এখানে কী এমন মজার জিনিস সে দেখেছে! তাহলে বলব, নিশ্চয়ই আমার ব্যাটিং দেখে।’

ধারণা করা হচ্ছে, ওয়েডের রক্ষণাত্মক ব্যাটিং দেখেই হাসাহাসি করেছেন পন্ত। অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও লড়ছিলেন তিনি, ১৩৭ বলে করেছেন ৪০ রান। ইনিংসে চার মাত্র তিনটি। থিতু হয়ে যাওয়া প্রতিপক্ষের ব্যাটসম্যানের মনোযোগ নষ্ট করার এটি একটি কৌশল হতে পারে পন্তের। তবে ওয়েড যেভাবে জবাবটা দিয়েছেন, সেটিও কম মজার নয়! এ ক্ষেত্রে পন্তের প্রতিক্রিয়াটা অবশ্য জানা যায়নি।

ওয়েড ছাড়া অস্ট্রেলিয়া টপঅর্ডারে ভালো করছেন না কেউ।
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিরাট কোহলি অবশ্য বলেছিলেন, 'প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ নয়।’ ওয়েড-পন্ত ভারতীয় অধিনায়কের এই আহ্বানে পুরোপুরি সাড়া দিতে পারলেন কি না, কে জানে! অবশ্য অস্ট্রেলিয়া-ভারতের এখন যে প্রতিদ্বন্দ্বিতা হয়, মাঠের লড়াইয়ের ফাঁকে এক-আধটু বাতচিত না হলে ক্ষতি কী! তাতে খেলাটা যে আরও জমে ওঠে।