পরিস্থিতির দাবি মেটাতে রিভার্স সুইপ খেলেন মুশফিক

দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি পথে মুশফিকুর রহিম।ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৪ রানে দাঁড়িয়ে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হন মুশফিকুর রহিম। মুশফিকের নিখুঁত ইনিংসে সেটিই ছিল প্রথম রিভার্স সুইপ। আর সেই শটেই সেঞ্চুরি হারালেন অভিজ্ঞ এই  ব্যাটসম্যান। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই কিনা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক কোনো রিভার্স সুইপ খেলেননি। রিভার্স সুইপহীন দারুণ এক ইনিংস খেলে পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে সেঞ্চুরি। তাঁর ১২৫ রানের অসাধারণ এক ইনিংসে ভর করেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ।

তবে শুধু রিভার্স সুইপ না খেলায় যে সেঞ্চুরি পেয়েছেন, তা মানতে রাজি নন মুশফিক; বরং জানিয়ে দিলেন, ম্যাচের পরিস্থিতির চাহিদা মেটাতে পরের ম্যাচে রিভার্স সুইপ খেলতে হলে দ্বিধা করবেন না তিনি। দ্বিতীয় ম্যাচ শেষে বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘রিভার্স সুইপ আমার পছন্দের শটগুলোর একটি। আজ এমন পরিস্থিতি তৈরি হয়নি। যদি হয়, তাহলে আবার খেলব। পরের ম্যাচে এমন পরিস্থিতি সৃষ্টি হলে একটা না, আরও চার-পাঁচটাও খেলতে পারব।’

প্রথম ওয়ানডেতে টপ অর্ডার থেকে তামিম ইকবাল রান করলেও দ্বিতীয় ওয়ানডেতে তামিমের সঙ্গে ব্যর্থ হন সাকিব আল হাসান ও লিটন দাস। এরপর দলের ইনিংস টানার পুরো দায়িত্বটা নিতে হয় মুশফিককে। কঠিন হলেও এই দায়িত্বের সঙ্গে মুশফিকের পরিচিতি অনেক দিনের। সে জন্যই হয়তো শুরুর ধসের জন্য সব সময় প্রস্তুত থাকেন তিনি, ‘এমন পরিস্থিতির জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। আমরা শুরুর ১০ ওভারে উইকেট হারাতে চাই না। কিন্তু অনেক সময় হয় না। তাই প্রস্তুতিটাও সেভাবে নেই। সব সময় নতুন বলে অনুশীলন করি। এটা আমার জন্য নতুন কিছু না।’

বৃষ্টি এসে সেঞ্চুরি পেতে দেরি করিয়ে দিয়েছে মুশফিককে।
ছবি: প্রথম আলো

তামিম, সাকিবদের ব্যর্থতার দিনে তরুণদের সুযোগ ছিল ভালো করার। কিন্তু লিটনের পর মিডল অর্ডারে মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। মুশফিকের যা একটু হতাশা এই তরুণদের নিয়েই, ‘আজ একটা সুযোগ ছিল যেহেতু তামিম, সাকিবরা রান করেনি। লিটন, আফিফ বা মোসাদ্দেকদের সুযোগ ছিল ভালো করার। ওরা চেষ্টা করেছে। আশা করি, ওরা আরও পরিণত হওয়ার চেষ্টা করবে। আমি খুবই খুশি হব, যদি এখান থেকে ওরা দ্রুত শিক্ষাটা নিতে পারে।’

প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে বিশেষ কিছু, যদি আমার দল জেতে।
মুশফিকুর রহিম

তবু দিন শেষে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজে হারানোর ম্যাচে সেঞ্চুরি করতে পেরে মুশফিককে তৃপ্তই মনে হলো, ‘প্রতিটি সেঞ্চুরিই আমার কাছে বিশেষ কিছু, যদি আমার দল জেতে। সেদিক থেকে অবশ্যই বিশেষ কিছু। এটা আরেকটু বিশেষ সেঞ্চুরি; কারণ, আমরা শ্রীলঙ্কার সঙ্গে কখনো সিরিজ জিতিনি। এই সেঞ্চুরির কারণে জিততে পেরেছি।’