পরের পর্ব অনেক চ্যালেঞ্জিং হবে

গাজী আশরাফ হোসেনফাইল ছবি

প্রত্যাশা অনুযায়ী বড় জয়ই পেয়েছি। আগেও বলেছিলাম, পাপুয়া নিউগিনিকে আমাদের ক্লাবগুলোর চেয়ে বেশি শক্তিশালী মনে হয় না। তবে তাদের ফিল্ডিং ও ক্যাচিং বেশ মুগ্ধ করল। বিশেষ করে সাকিব আল হাসানের যে ক্যাচটা চার্লস আমিনি নিল।

অস্বস্তিকর একটা পরিস্থিতি থেকে সুপার টুয়েলভ নিশ্চিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন। এ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রাপ্তির কথা বলেছিলাম। সুপার টুয়েলভ নিশ্চিত করার পাশাপাশি কিছু গুছিয়ে নেওয়ার ব্যাপার ছিল। মোহাম্মদ নাঈমকে ধারাবাহিক দেখতে চেয়েছিলাম। আগের দিনের মতো সুযোগ পেলেও ক্রিকেট যে স্কিলের পাশাপাশি বুদ্ধিমত্তার প্রয়োগের খেলা, সেখানে তাঁর দৈন্য পীড়া দিয়েছে। থিতু হওয়ার চেষ্টা না করেই আউট হয়ে গেল। এ জায়গায় শুধু টপ অর্ডার বা নাঈম নয়—সবারই উন্নতি দরকার। লিটনও হালকা সুখের পরশ ছাড়া আর দিল না।

৫ রান করেই ফিরেছেন মুশফিক
ছবি: আইসিসি টুইটার

মুশফিকের জন্য আজ আদর্শ একটা পরিস্থিতি ছিল। ক্রিজে সঙ্গী সাকিব, তেমন চাপ নেই। যে বলে আউট হলো, সেটা যেকোনো জায়গায় খেলতে পারত, এমনকি গ্রাউন্ড শটও। তার ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকেই গেল। কিছু রান করে পরের রাউন্ডে যেতে পারলে ভালো হতো।

সাকিবের ব্যাটিং ভালো লেগেছে। তবে আউটের সময়, এর আগে লিটনের সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটে তাকে ক্লান্ত মনে হয়েছে। অবশ্য দিনের ম্যাচে খেললেও বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছে। সেরা দিক মাহমুদউল্লাহর সাবলীল ব্যাটিং দেখা। আফিফকেও তেমন দেখতে চেয়েছিলাম। আজ বেশ সময়ও ছিল।

আফিফ হোসেন
ফাইল ছবি

মুশফিক, লিটনের সঙ্গে আফিফদের তেমন ছন্দে না থেকে মূল পর্বে যাওয়ার ঘাটতিটা রয়েই গেল তাই। একদিক আগলে রেখে কেউ বড় ইনিংস গড়তে পারল না। তবে মাহমুদউল্লাহর ফিফটি, সাকিবের ইনিংসে বোঝা যায়, উন্নতি হচ্ছে। অবশ্য সংগ্রহটাকে আহামরি বলব না প্রতিপক্ষের বোলিং লাইনআপের কারণে। পরের পর্ব অনেক চ্যালেঞ্জিং হবে। ব্যাটিংয়েও তাই অনেকটা উন্নতি করতে হবে।

বোলিংয়ে কাজটা সহজ করে দিয়েছে পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানরাই। তারা যে শুরু থেকেই তাড়া করতে চেয়েছে, এটা ভালো লেগেছে। সাকিব এমন দলের বিপক্ষে নিজের চতুরতা দেখিয়েছে। তার উইকেটগুলো তারই প্রমাণ। তবে আমার মনে হয়েছে, মোস্তাফিজের উন্নতি দরকার। আমাদের দলের সেরা বোলার পাপুয়া নিউগিনির বিপক্ষে বোলিং করছে, এটা মনে হয়নি। তাসকিন বেশ ভালো করেছে। সমীহ আদায় করে নিয়েছে।

পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানরা কাল ভালো করেননি
ছবিঃ এএফপি

প্রথম ছয় ওভার এ ম্যাচে মোটামুটি ভালো গেছে। তবে ওপেনিং জুটি দেখে এখনো স্বস্তি পাইনি। শুরুতে উইকেট ধরে রাখব না আক্রমণ করব—এ সিদ্ধান্তটা নেওয়া গুরুত্বপূর্ণ। প্রথমেই যদি বিপর্যয় ঘটে যায়, সেখানে আরেকটু হিসাব করে খেলব নাকি রানের পেছনে ছুটব, সেটা ভাবাটা গুরুত্বপূর্ণ।

এ ম্যাচেও সাকিব তার ভূমিকায় অবতীর্ণ হলো। কমবেশি সবাই একটু গুছিয়ে নিল। তবে ওপেনিং জুটির সঙ্গে মুশফিককে নিয়ে চিন্তাটা থেকেই গেল।