পাওয়ার প্লের শক্তি দেখাতে পারছে না বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দল।ছবি: প্রথম আলো

বাংলাদেশের হয়ে কাজটা করে থাকেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকাররা। শুরুতেই দলকে একটা ভালো শুরু এনে দেওয়ার দায়িত্বটা তাঁদেরই। টি-টোয়েন্টির শুরুর ব্যাটিংয়ে তামিমেরা যদিও বেশ পিছিয়ে  বিশ্বের বাকি টপ অর্ডার ব্যাটসম্যানদের তুলনায়। গত দুই বছরের পরিসংখ্যান বলছে, প্রথম ছয় ওভারের ব্যাটিংয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতীয় ব্যাটসম্যানদেরই দাপট বেশি। বোলিংয়ের গল্পটাও একই। শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিনরা নতুন বলে পিছিয়ে অন্যদের চেয়ে।
দুই বিভাগেই ভালো ভারসাম্য বজায় রেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুর ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া যেমন ওভার প্রতি ৮.৬৪ রান তোলে। খুব পিছিয়ে নেই ভারত (৮.৬৩)। প্রথম ছয় ওভারের বোলিংয়ে আবার ভারত (৭.৫১) ও অস্ট্রেলিয়া (৭.৯০) রান খরচে বেশ কিপটে।

২০১৮ সাল থেকে ব্যাটিং পাওয়ার প্লেতে দলগুলোর ব্যাটিং ইকোনমি:
ইংল্যান্ড - ৯.১১
আয়ারল্যান্ড - ৯.০০
নিউজিল্যান্ড - ৮.৬৭
অস্ট্রেলিয়া - ৮.৬৪
ভারত - ৮.৬৩
শ্রীলঙ্কা - ৮.২৬
আফগানিস্তান - ৮.০৪
বাংলাদেশ - ৭.৯৭
দক্ষিণ আফ্রিকা - ৭.৮৮
ওয়েস্ট ইন্ডিজ - ৭.৭২
পাকিস্তান - ৭.৪০
জিম্বাবুয়ে - ৭.৩৪

প্রথম ছয় ওভারের ব্যাটিং-বোলিংয়ে ইংল্যান্ড দলের পরিসংখ্যান চোখে পড়ার মতো। প্রথম ছয় ওভারের ব্যাটিংয়ে ইংল্যান্ড ওভার প্রতি ওভারপ্রতি ৯.১১ রান করে তুলে! টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে আবার ইংল্যান্ডের বোলাররা বেশ খরচে (৮.৯৬)। ইংল্যান্ডের মতো ব্যাটিং-বোলিংয়ের ভিন্ন চিত্র পাকিস্তান দলের। পাকিস্তানি টপ অর্ডারের প্রথম ছয় ওভারের রান রেট মাত্র ৭.৪০। বোলাররা অবশ্য সেটা সামলে নেন। পাকিস্তানি বোলাররা টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে বিশ্বসেরা (৭.০৭)।


বাংলাদেশ গত কয়েক বছর টি-টোয়েন্টি ব্যাটিংয়ে উন্নতি করলেও এখনো সেরা দলগুলোর কাছাকাছি যেতে পারেনি। গত দুই বছরে ৭.৯৭ রান রেটে রান তুলেছে তামিম-লিটনরা। বোলিংয়ে আবার বাংলাদেশ ওতটা খারাপ না। প্রথম ছয় ওভারে ৮.২৯ রান খরচা করেছে বাংলাদেশ।

২০১৮ সাল থেকে ব্যাটিং পাওয়ার প্লেতে দলগুলোর বোলিং ইকোনমি:
পাকিস্তান - ৭.০৭
আফগানিস্তান - ৭.৩৫
ভারত - ৭.৫১
অস্ট্রেলিয়া - ৭.৯০
শ্রীলঙ্কা - ৭.৯৮
বাংলাদেশ - ৮.২৯
আয়ারল্যান্ড - ৮.৫৬
নিউজিল্যান্ড - ৮.৬২
ওয়েস্ট ইন্ডিজ - ৮.৬২
জিম্বাবুয়ে - ৮.৮১
ইংল্যান্ড - ৮.৯৬
দক্ষিণ আফ্রিকা - ৯.১৭