পাওয়ারের শক্তিতে শাস্ত্রীদের কোয়ারেন্টিন ছাড়

সিরিজ জয়ের পুরষ্কার পেল ভারত।ছবি: এএফপি

ব্রিসবেন ‘দুর্গ’সহ অস্ট্রেলিয়া জয় করে মুম্বাইয়ে ফিরেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্কা রাহানে ও কোচ রবি শাস্ত্রীসহ রোহিত শর্মা, পৃথ্বী শ, শার্দুল ঠাকুররা। ঐতিহাসিক সিরিজ জয়ের পর বিমান থেকে নেমেই যেন একলা হয়ে যেতে না হয়, যেন তাঁরা আনন্দটা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন; এর জন্য শারদ পাওয়ারের হস্তক্ষেপ লেগেছে।

করোনাভাইরাস মহামারির কারণে এমনিতে বিদেশ থেকে ফেরা যে কারও জন্য ভারতে কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কিন্তু রাহানে, রোহিত, শ, শার্দুল, শাস্ত্রীদের তা করতে হচ্ছে না। তবে এর জন্য প্রয়োজন পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট পাওয়ারের হস্তক্ষেপ। মহারাষ্ট্রে জোট সরকারের অংশীদার পাওয়ারের দলও। বিসিসিআই শাস্ত্রীসহ চার ক্রিকেটারের কোয়ারেন্টিন ছাড় পেতে পাওয়ারের শরণাপন্ন হয়েছিল। সরকারের কাছ থেকে তিনিই ছাড় এনে দিয়েছেন।

অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতজুড়েই উল্লাস হয়েছে।
ছবি: এএফপি

শাস্ত্রীদের অবশ্য এই ছাড় পাওয়াটা জরুরিও ছিল। অস্ট্রেলিয়াতে দুই মাসের বেশি সময় কাটিয়ে এসেছেন ভারতের খেলোয়াড়েরা। করোনাভাইরাস মহামারির এ সময়ে জৈব সুরক্ষাবলয়ে খেলা হচ্ছে বলে সেখানে পরিবারের সদস্যদের নিতে পারেননি তাঁরা। ভারতে ফিরে কদিন বিশ্রাম নিয়েই আবার জৈব সুরক্ষিত বলয়ে ঢুকে যেতে হবে ভারতের খেলোয়াড়দের। আগামী মাসের প্রথম সপ্তাহেই যে আবার শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ। মাঝের সময়টুকুতে পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের চাঙা করে নিতে তো চাইবেনই তাঁরা।