পাকিস্তান এগিয়ে, তবু গর্বিত বাংলাদেশ কোচ

চতুর্থ দিনের খেলা শেষে মাঠ ছাড়ছে বাংলাদেশ দলছবি: শামসুল হক

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ অবস্থানে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ সেশনই ঝামেলা বাধিয়ে দিল। ২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ সে ধাক্কা সামলাতে পারেনি। ১৫৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

২০২ তাড়া করতে নেমে ১০৯ রান তুলে ফেলেছে পাকিস্তান। প্রথম টেস্টে জয় পেতে আর মাত্র ৯৩ রান রান দরকার সফরকারীদের। হাতে এখনো পাক্কা ১০ উইকেট।

এ অবস্থায় পাকিস্তানের জয়ের সম্ভাবনাই যে বেশি, তা মেনে নিয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। তবু বাংলাদেশের ক্রিকেটারদের চেষ্টা দেখে গর্ব হচ্ছে তাঁর।

পাকিস্তানের বিপক্ষে মাত্র তৃতীয়বারের মতো লিড নেওয়ার কীর্তি দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উইকেটে ৪৪ রানের লিড খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হচ্ছে পাকিস্তানকে। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং–ব্যর্থতা বাংলাদেশের সব আশা শেষ করে দিয়েছে।

লিটন দাসের সঙ্গে কথা বলতে বলতে মাঠ ছাড়ছেন পাকিস্তানের অপরাজিত দুই ওপেনার
ছবি: শামসুল হক

চতুর্থ দিনের খেলা শেষে কোচ তাই হতাশা লুকাননি, ‘প্রথম দুই দিনে আমরা খুবই ভালো খেলেছি। তৃতীয় দিনের অধিকাংশ সময়ও ভালো খেলেছি, তবে গতকাল শেষ সেশনে খুব ভালো করিনি। এটা আমাদের অনেক বড় চাপে ফেলে দিয়েছে। এটা খুবই হতাশাজনক। এর আগপর্যন্ত ভালো টেস্ট ক্রিকেট খেলছিলাম আমরা। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর করেছিলাম। আমার মনে হয়েছে স্পিনার ও পেসাররা ভালো বল করে লিড এনে দিয়েছে। গতকাল খুবই বাজে এক সেশন আমাদের চাপে ফেলে দিয়েছে।’

১০ উইকেট হাতে নিয়ে কাল আর মাত্র ৯৩ রান লাগবে পাকিস্তানের। এই অবস্থায়ও প্রথম দুই দিনের ক্রিকেটের কথা ভেবে গর্বিত কোচ, ‘এই টেস্টে ছেলেরা যেভাবে লড়েছে তাতে গর্বিত আমি। তারা চরিত্র দেখিয়েছে। পাকিস্তান অনেক এগিয়ে। ওদের আর ৯৩ রান দরকার, তাই বিশেষ কিছুর দরকার হবে (জিততে হলে)। টেস্ট ক্রিকেটে যেকোনো কিছু সম্ভব। আগামীকাল সকালে সম্ভাবনা আছে, এই বিশ্বাস নিয়েই নামতে হবে। প্রথম আধা ঘণ্টায় এক বা দুই উইকেট ফেলে দিতে পারলে, যেকোনো কিছু সম্ভব।’

বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক কথাই বলেছেন কোচ ডমিঙ্গো
ছবি: প্রথম আলো

সংবাদ সম্মেলনে কোচ শুধু এই ম্যাচ নয়, তাঁর অধীনে বাংলাদেশের খেলার সমগ্র চিত্রই তুলে ধরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পক্ষে নিজের যুক্তি দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হার নিয়ে জানিয়েছেন হতাশার কথা। দলে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি সৃষ্টির কথা জানিয়ে ভবিষ্যৎ নিয়ে আশার কথাও শুনিয়েছেন।