পাকিস্তান দলে খেলতে ‘জি হুজুর’ বলতে হয়

মোহাম্মদ আমির অবসর ঘোষণা করেছেন দুদিন আগে।ফাইল ছবি: আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে বিদায় নেওয়ার বার্তায় মোহাম্মদ আমির জানিয়েছেন, মানসিক অত্যাচার থেকে মুক্তি পেতেই নাকি তাঁর এই সিদ্ধান্ত! সিদ্ধান্তের পেছনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছিলেন ২৯ বছর বয়সী বাঁহাতি পেসার। নিজের ইউটিউব চ্যানেলে আমির আরেক প্রস্থ কাঠগড়ায় তুলেছেন ক্রিকেট বোর্ডকে।

আমির জানিয়েছেন পাকিস্তান দলে খেলতে তাঁর পক্ষে কর্তাতোষণ সম্ভব নয়, ‘পিসিবি সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) ওয়াসিম খান ও চেয়ারম্যান এহসান মানির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তবে বর্তমান টিম ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক আপত্তি আছে। এই “জি হুজুর”, “জি হুজুর” সংস্কৃতি আর চলতে পারে না। ক্রিকেটে এই বসগিরি শেষ হতে হবে। যোগাযোগ–বিভ্রাট থাকা চলবে না। ভালোভাবে কথা বলেন, ভালোভাবে সাড়া দেব। সম্মান পেতে হলে সম্মান করতে হবে।’

পাকিস্তানের বর্তমান টিম ম্যানেজমেন্টের সর্বেসর্বা হচ্ছেন মিসবাহ-উল-হক। আমিরের আঙুল যে তাঁর দিকে, না বললেও চলছে।

৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা আমির ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিজয়ী পাকিস্তান দলের সদস্য। ক্যারিয়ারটা তাঁর আরও অনেক মণিমুক্তাখচিত হতে পারত যদি না ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের মতো অন্ধকার জগতে পা দিতেন। ২০১৫ সালে নিষেধাজ্ঞার মেয়াদ শেষে যখন ফিরলেন, জাতীয় দলের বেশির ভাগ সতীর্থ তাঁকে সহজেই মেনে নিতে চাননি।

এখানে আমির বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেন শহীদ আফ্রিদির প্রতি, ‘দলের সবাই এক দিকে আর শহীদ ভাই আরেক দিকে। শহীদ ভাই বললেন, “আমির খেলবে সে যা-ই ঘটুক।” আমি সব সময়ই তাঁদের দুজনের কাছে কৃতজ্ঞ থাকব।’ আরেকজন হচ্ছেন সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ হয়ে গেল আমিরের ক্যারিয়ার।
ফাইল ছবি: প্রথম আলো

পাঁচ বছর বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা আমিরের ভালোই হয়েছিল। ২০১৬ এশিয়া কাপে তাঁর বোলিং বিশেষভাবে স্মরণযোগ্য। এমনকি সর্বশেষ বিশ্বকাপে আমির খারাপ বোলিং করেননি, ৮ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে আমির বলছেন, ‘আমি ফিরে এসেছি। এশিয়া কাপে দুর্দান্ত স্পেল করেছি। পিএসএলে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছি। পাকিস্তানকে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জিততে সহায়তা করেছি।’

তবুও কেন আমির এত দ্রুত অবসরের সিদ্ধান্ত নিলেন? অনেক খেলোয়াড় তো ২৯ বছর বয়সে থাকেন ক্যারিয়ারের মধ্যগগনে! আমির বললেন, ‘এটা কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়। অনেক ভেবে এই সিদ্ধান্ত নেওয়া। দেখুন আমার যে সাহস আছে, সেটা অনেকের নেই। যদি আমি ভুল করে থাকি, সবার সামনে এসে সেটির প্রায়শ্চিত্ত করেছি। ক্ষমা চেয়েছি। বিষয়টা সামলেছি।’