পাকিস্তান দলে ডাক পেলেন আরেক আফ্রিদি
শহীদ আফ্রিদি বিদায় নিয়েছেন প্রায় ছয় বছর হয়ে গেছে। পাকিস্তান দলে এখন রাজত্ব আরেক আফ্রিদির। বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি শুধু পাকিস্তান কেন, বিশ্ব ক্রিকেটেই আলো ছড়াচ্ছেন। ২০২১ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন, গড়েছেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এ অর্জনের রেকর্ড। প্রথম দুই আফ্রিদি পারিবারিক বন্ধনেও আবদ্ধ। তবে হবু শ্বশুর-জামাইকে একসঙ্গে খেলতে দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে।
এবার দুই আফ্রিদিকে একসঙ্গে পাকিস্তান দলে দেখার সম্ভাবনা জেগেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টির জন্য দল দিয়েছে পাকিস্তান। দুই দলেই ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা আসিফ আফ্রিদি।
পাকিস্তান ওয়ানডে দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।
এই আফ্রিদিও বাঁহাতি, তবে পেস নয়, স্পিনই করেন। জাতীয় দলে ডাকটা অনেক পরেই পেলেন ৩৫ বছর বয়সী আসিফ আফ্রিদি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আসিফ ছাড়া নতুন মুখ বলতে একজনই, মোহাম্মদ হারিস। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন হারিস। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষেও ডাক পেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তাঝুঁকিতে কোনো ম্যাচ না খেলেই বিদায় নেয় নিউজিল্যান্ড। হারিসেরও তাই জাতীয় দলে খেলা হয়ে ওঠেনি। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন আবার।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতান সুলতানসে খেলেছেন আসিফ আফ্রিদি। ৫ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন। ওদিকে হারিস পেশোয়ার জালমির হয়ে ৫ ম্যাচে ১৬৬ রান করেছেন। তবে তাঁর স্ট্রাইক রেটই দলে ডাক পাইয়ে দিয়েছে। ১৮৬.৫ স্ট্রাইক রেটে রান করেছেন হারিস। চলমান পাকিস্তান কাপে ৭ ম্যাচে ২১৯ রান তাঁর। ওদিকে আফ্রিদিও ৭ ম্যাচে ওভারপ্রতি মাত্র ৪.৩৯ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের শক্তি কমে যাচ্ছে। মূল পেসারদের সবাইকে বিশ্রাম দিচ্ছে অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার থাকবেন না এ দুই সিরিজে। ওয়ানডে সুপার লিগের সিরিজ নিয়ে পাকিস্তান অবশ্য কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তিন ওয়ানডের জন্য ২০ জনের দল দিয়েছে পাকিস্তান। এক ম্যাচের টি-টোয়েন্টির জন্যও ডাক মিলেছে ১৭ জনের।