পাকিস্তান বোর্ডের দেওয়া খাবার দেখিয়ে মজা করলেন হেলস

পিএসএলে অ্যালেক্স হেলস।ছবি: এএফপি

গত চার-পাঁচ দিন খুব বাজে কেটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দেশের মাঠে পাকিস্তান সুপার লিগ আয়োজন মাঝপথেই থেমে গেছে। ৩৪ ম্যাচের মধ্যে ১৪টি আয়োজনের পরই থমকে গেছে ২০২১ পিএসএল। ছয় ক্রিকেটারসহ সাতজনের করোনায় আক্রান্ত হওয়ার পর এ ছাড়া কোনো উপায়ও ছিল না। টুর্নামেন্ট স্থগিত করার পরও আলোচনার কেন্দ্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ফ্র্যাঞ্চাইজিগুলো অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে পিসিবির বিরুদ্ধে। জৈব সুরক্ষাবলয় সঠিকভাবে পালন না করার অভিযোগ তোলা হয়েছে, বলয় না মানায় শাস্তি না দেওয়ার অভিযোগ আছে, এমনকি অর্থ সঠিক খাতে ব্যয় না করার দায়ও নিতে হচ্ছে পাকিস্তান বোর্ডকে। শোয়েব আখতার তো রীতিমতো গালাগালি করেছেন বোর্ড খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে এমন ঝুঁকি নেওয়ায়। দেশে–বিদেশে হাসির পাত্র হয়ে উঠেছে পিসিবি।

এর মধ্যেই পিসিবির যন্ত্রণা বাড়িয়েছেন অ্যালেক্স হেলস। ইনস্টাগ্রাম স্টোরিতে পিসিবির দেওয়া খাবারের ছবি দিয়েছেন। যা দেখে সমর্থকদের ক্রোধ আরও বেড়েছে। কোনো ক্রিকেটারকে এমন মানের খাবার কীভাবে দেওয়া হয়, সে প্রশ্ন করেছেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা।

এই সেই খাবারের ছবি।
ছবি: টুইটার

৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য পিএসএল স্থগিত করা হয়েছে। সেদিনই ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছিলেন ইংলিশ ওপেনার হেলস। গত পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের এই ব্যাটসম্যানের দেশের ফেরার ঘটনার পরই করোনা সংক্রমণের কারণে টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল। পরের মৌসুমে যেদিন আবার স্থগিত করার ঘোষণা এল, সেদিনও আলোচনায় এলেন হেলস।

ইনস্টাগ্রামে পিসিবির কাছ থেকে পাওয়া খাবারের ছবি দিয়েছিলেন। সেখানে দেখা যায়, এক টুকরো পাউরুটির সঙ্গে একটি বন্ধ করা খাবারের বাটি। আর সে সঙ্গে দুটি ডিম। সে সঙ্গে কারও যেন বুঝতে অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করতে খাবারগুলোর নামও লিখে দিয়েছেন, ‘টোস্ট, ওমলেট ও সেঁকা শিম।’

নামের সঙ্গে ছবির খাবার যে মিলছে না, সেটা বোঝা যাচ্ছিল। ওমলেটের বদলে সেদ্ধ ডিম, খাবারের বাটিতে আর যা–ই থাকুক ‘বেকড বিন’ নেই। আর পাউরুটিটাও যে টোস্ট মর্যাদা পাওয়ার মতো হয়নি, সেটা বোঝা যাচ্ছিল। কিন্তু এসব নয়, সেদ্ধ ডিম দুটির অবস্থা দেখেই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা খেপেছিলেন। বোর্ড কী মানের খাবার দিচ্ছে ক্রিকেটারদের, এ নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল।

আর ব্যাপারটা সবার নজরে এনেছিলেন সাজ সাদিক। পাকিস্তান ক্রিকেটের খুব পরিচিত এই সাংবাদিক টুইটে হেলসের স্টোরির ছবিটা দিয়ে লিখেছেন, ‘মনে হচ্ছে পিএসএলে তাঁকে সকালে যে নাশতা দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট নন অ্যালেক্স হেলস।’
সে টুইটে রীতিমতো একচোট ভারত-পাকিস্তান লড়াই হয়ে গেছে। পাকিস্তান বোর্ডের দেওয়া খাবারের মান দেখে খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেননি ভারতীয়রা।

ওদিকে পাকিস্তানের সমর্থকেরা নিজেদের দেশের সম্মান বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। এমন অবস্থায় হেলস নিজেই পাকিস্তানি সমর্থকদের মন ভালো করে দিয়েছেন। সাজ সাদিকের টুইটের জবাব দিয়েছেন। বলেছেন খাবারের মান নিয়ে খোঁচা দেননি, তেমন ইচ্ছাও ছিল না তাঁর, ‘এটা এক বেলার খাবারের ছবি, সেটাও আমার অর্ডার ভুল করেছিল...সেটা দেখে আমি মজা পেয়েছিলাম, এর বেশি কিছু না। (পিএসএলের) খাবার ও আতিথেয়তা দুর্দান্ত ছিল। আশা করি, এতে সবার ভুল ভাঙবে।’