পাকিস্তান সিরিজও খেলা হচ্ছে না তামিমের

পাকিস্তানের বিপক্ষে সিরিজে টেস্ট খেলা হচ্ছে না তামিমেরফাইল ছবি: প্রথম আলো

আঙুলের পুরোনো চোট থেকে প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন তামিম ইকবাল। প্রথমে টেনিস বল, এরপর ক্রিকেট বলে ব্যাটিংও শুরু করেছিলেন। কিন্তু ব্যথা আর ফোলা না কমায় চিন্তিত ছিলেন। নতুন করে এক্স-রে করা হলে আবারও চিড় ধরা পড়েছে বাঁ হাতি ওপেনারের আঙুলে। এ চোটটা পুরনো জায়গাতেই, তবে আগের এক্স-রেতে ধরা পড়েনি সেটা। এ চোটের কারণে পাকিস্তান সিরিজ আর খেলা হচ্ছে না তামিমের। বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তামিমের। সেই লক্ষ্যে অনুশীলনও শুরু করেন তিনি। স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ সাবলীল ব্যাটিং করলেও পেস বোলিং খেলতে সমস্যা হচ্ছিল তামিমের। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল তামিমের
ছবি: শামসুল হক

জানা গেছে, চোট সমস্যার সমাধানের জন্য দেশের বাইরেও যেতে চাইছেন তামিম। চোট গুরুতর না হলে আগামী মাসের নিউজিল্যান্ড সফর দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন এই বাঁহাতি ওপেনার। নেপালের এভারেস্ট টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে তামিম তাঁর বাম হাতের বুড়ো আঙুলে চোট পান। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর সম্প্রতি মাঠে ফিরেছিলেন তিনি।

এর আগে হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস খেলার বাইরে ছিলেন তামিম। ঘরের মাঠের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে তাঁকে পায়নি বাংলাদেশ দল। ছিলেন না বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও। সেই সিরিজে চোটের ঝুঁকি নিয়ে তামিম খেলেছিলেন ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেই সরে দাঁড়ান তিনি।