পাকিস্তানকে চতুর্থ দিনে নিয়ে গেল জিম্বাবুয়ে

পাঁচ উইকেট নিয়ে নোমান আলীই ধস নামিয়েছেন আজ।
ছবি: টুইটার

প্রথম টেস্ট আড়াই দিনের একটু বেশি গড়িয়েছিল মাঠে। দ্বিতীয় টেস্টে সেখানে চতুর্থ দিনেরও দেখা মিলছে। পাকিস্তানের বিপক্ষে একদিক থেকে তাই উন্নতি দেখাচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে। আজ হারারেতে শেষ উইকেট জুটিতে ৫ ওভার কাটিয়ে দিয়ে পাকিস্তানকে আগামীকালও মাঠে ডেকে আনছে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে পাকিস্তান ৫১০ রান তোলার পরই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। গতকাল দিন শেষ হওয়ার আগেই ৫২ রান তুলতে জিম্বাবুয়ের ৪ উইকেট হারিয়ে ফেলার পর তৃতীয় দিনটা পার হবে কি না, সে সন্দেহ জেগেছিল। আজ সে সন্দেহকে সত্যি বানিয়ে দেওয়ার সব প্রস্তুতিই সেরে রেখেছিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসেও ছিল অলআউট হওয়ার মুখে। লুক জঙ্গুয়ে ও ব্লেসিং মুজারাবানি কোনোভাবেই হার মানতে রাজি না হওয়াতেই আজ ম্যাচটা শেষ হলো না।

দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২২০ রান তুলে ড্রেসিংরুমে ফিরেছে জিম্বাবুয়ে। এখনো ১৫৮ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল। কাল মাত্র ১ উইকেট ফেলার জন্য মাঠে নামতে হবে পাকিস্তানকে।

টেলর-চাকাভা তৃতীয় উইকেট জুটিতে ৭৯ রান এনে দিয়েছেন।
ছবি: টুইটার

দিন শেষ হওয়ার ৫ ওভার আগেও ৫ উইকেট বাকি ছিল জিম্বাবুয়ের। ৪ উইকেটে ১৯৬ রান—এমন অবস্থাতেই হঠাৎ ধস। নোমান আলীর পরপর দুই বলে ডোনাল্ড তিরিপানো ও রয় কায়া ফিরে গেলেন। শাহীন শাহ আফ্রিদির পরপর দুই বলে স্টাম্প খোয়ালেন টেন্ডাই চিসোরো ও রিচার্ড এনগারাভা। ২০৫ রানে ৯ উইকেট হারাল জিম্বাবুয়ে। দিনের খেলা শেষ হতে তখনো এক ওভার বাকি। আর মাত্র এক উইকেট বাকি বলে দুই আম্পায়ার সময় আরেকটু বাড়িয়ে নিলেন। পাকিস্তানকে আরও চার ওভার বল করার সুবিধা দেওয়া হলো।

কিন্তু এক প্রান্তে খুঁটি মেরে রইলেন মুজারাবানি। ১২ বলে শূন্য রান করে অপরাজিত রইলেন এই পেসার। অন্য প্রান্তে আরও ১৫টা রান তুলে নিলেন জঙ্গুয়ে (৩১*)। ৮৬ রানে ৫ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার নোমান আলী। আরেক বাঁহাতি, পেসার আফ্রিদি ৪৫ রানে নিয়েছেন ৪ উইকেট।

টেলরকে ফিরিয়ে শাহীন আফ্রিদিই মূল সর্বনাশ করেছেন।
ছবি: টুইটার

জিম্বাবুয়ের ইনিংস অবশ্য এর আগেই দিনে আরও দুটি ধস দেখেছে। ফলোঅন করতে নেমে একপর্যায়ে ২ উইকেটে ১৪২ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। রেগিস চাকাভা ও ব্রেন্ডন টেলর ইচ্ছেমতো বল সীমানাছাড়া করছিলেন। ৩১ বলে ১০ চারে ৪৯ রান তোলা টেলর ফিরতেই নামল ধস। ১৩ চার ও ২ ছক্কায় ৮০ করা চাকাভাও ফিরলেন। ১৮৮ রানের মধ্যেই পঞ্চম উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এর পরের ধসের কথা তো আগেই বলা হলো।

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে শুরু থেকেই উইকেট হারিয়েছে। আগের দিন ৫২ রান তোলা দলটি প্রথম ইনিংসে আর ৮০ রান যোগ করতেই অলআউট হয়েছে। এর মাঝে শেষ উইকেট জুটিতে এনগারাভা ও মুজারাবানি ২২ রান এনে না দিলে আজই হয়তো ম্যাচ শেষ হয়ে যেতে পারত। প্রথম ইনিংসে পাকিস্তানের নায়ক হাসান আলী। ২৭ রানে ৫ উইকেট পেয়েছেন এই পেসার।