পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ কেমন খেলে?

বাংলাদেশ আজ রেকর্ড ভালো করার লক্ষ্যে নামছে রাওয়ালপিন্ডিতে। ছবি: এএফপি
বাংলাদেশ আজ রেকর্ড ভালো করার লক্ষ্যে নামছে রাওয়ালপিন্ডিতে। ছবি: এএফপি

টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ম্যাচ                  ১০

বাংলাদেশ জয়ী   ০

পাকিস্তান জয়ী    ৯

ড্র                      ১

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ

৫৫৫/৬, খুলনা, ২০১৫

পাকিস্তান

৬২৮, খুলনা, ২০১৫

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ

৯৬, পেশোয়ার, ২০০৩

পাকিস্তান

১৭৫, মুলতান, ২০০৩

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ

৫৫৪, হাবিবুল বাশার

পাকিস্তান

৬৫০, মোহাম্মদ হাফিজ

ব্যক্তিগত সর্বোচ্চ

বাংলাদেশ

২০৬, তামিম ইকবাল, খুলনা, ২০১৫

পাকিস্তান

২২৬, আজহার আলী, মিরপুর, ২০১৫

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ

১৭, মোহাম্মদ রফিক

পাকিস্তান

৩৪, দানিশ কানেরিয়া

ইনিংস-সেরা বোলিং

বাংলাদেশ

৬/৮২, সাকিব আল হাসান, মিরপুর, ২০১১

পাকিস্তান

৭/৭৭, দানিশ কানেরিয়া, ঢাকা, ২০০২

৩৭৯

এক সিরিজে সবচেয়ে বেশি রান বাংলাদেশের হাবিবুল বাশারের, ২০০৩ সালে পাকিস্তানে তিন ম্যাচে।

১৭

এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশের মোহাম্মদ রফিক ও পাকিস্তানের শাব্বির রহমানের, ২০০৩ সালে।

সবচেয়ে বেশি সেঞ্চুরি পাকিস্তানের ইউনিস খান ও মোহাম্মদ হাফিজের। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পাঁচটি সেঞ্চুরি পাঁচ ব্যাটসম্যানের।

২৬

সবচেয়ে বেশি ডিসমিসাল পাকিস্তানের রশিদ লতিফের, ছয় ম্যাচে ২৪ ক্যাচ ও ২ স্টাম্পিং। ৯ ডিসমিসাল নিয়ে বাংলাদেশের সেরা খালেদ মাসুদ।

সবচেয়ে বেশি ক্যাচ পাকিস্তানের ইউনিস খানের। ৬ ক্যাচ নিয়ে বাংলাদেশের সেরা মাহমুদউল্লাহ।

৩১২

সবচেয়ে বড় জুটি বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। ২০১৫ সালে খুলনা টেস্টে। টেস্টে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে যা বিশ্ব রেকর্ড।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সবচেয়ে বেশি খেলেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর ও ইউনিস খান।

সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও পাকিস্তানের মিসবাহ-উল-হক।

পাকিস্তানে টেস্টে বাংলাদেশ

ম্যাচ      জয়       হার

৪          ০          ৪

৪৪৮

সবচেয়ে বেশি রান হাবিবুল বাশারের।

১৭

সবচেয়ে বেশি উইকেট মোহাম্মদ রফিকের।

পাকিস্তানে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেঞ্চুরি। ২০০৩ সালে করাচিতে হাবিবুল বাশার ও পেশোয়ারে জাভেদ ওমর সেঞ্চুরি পেয়েছিলেন।

পাকিস্তানে টেস্টে বাংলাদেশের বোলাররা দুবার ৫ উইকেট পেয়েছেন। ২০০৩ সালে পেশোয়ারে ১১৮ রানে ৫ উইকেট নেওয়ার পর মুলতানে ৩৬ রানে ৫ উইকেট নেন রফিক।